জর্ডানে ড্রোন হামলায় নিহত ৩ সেনার নাম জানাল যুক্তরাষ্ট্র
জর্ডানে সেনাঘাঁটিতে ড্রোন হামলায় নিহত তিন সেনা সদস্যের পরিচয় প্রকাশ করেছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। এ হামলায় আহত হয়েছেন ৪০ জনেরও বেশি সেনা।
রবিবার স্থানীয় সময় সকালে জর্ডানের উত্তর-পশ্চিমাঞ্চলে সিরিয়া সীমান্তের কাছে যুক্তরাষ্ট্রের একটি সেনাঘাঁটিতে ব্যাপক ড্রোন হামলা হয়। এতে প্রাণ হারান তিন মার্কিন সেনা।
ঘটনার পরদিন সোমবার তাদের পরিচয় প্রকাশ করেছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। নিহতরা হলেন- কেনেডি ল্যাডন সেন্ডার্স (২৪), ব্রিয়োনা এলেক্সোন্দ্রিয়া মোফেট (২৩) এবং সার্জেন্ট উইলিয়াম জেরোমি রিভার্স (৪৬)। এদের সবাই ৭১৮তম ইঞ্জিনিয়ার কোম্পানিতে কর্মরত ছিলেন।
মার্কিন সেনাঘাঁটি টাওয়ার-টুয়েন্টি টু’তে হামলায় আরও ৪০ জনের বেশি সেনা আহত হয়েছেন বলে জানিয়েছে পেন্টাগন। এদের মধ্যে আটজনকে উন্নত চিকিৎসার জন্য ইরাকের বাগদাদে নিয়ে যাওয়া হয়।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
এদিকে, টাওয়ার টুয়েন্টি টু সামরিক ঘাঁটিতে হামলার ঘটনায় ইরানের সঙ্গে সরাসরি সংঘাতে না জড়িয়ে নিজ সেনাদের রক্ষায় প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের কথা জানিয়েছে হোয়াইট হাউজ। শুধুমাত্র এ হামলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তির হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টোনি ব্লিঙ্কেন।
এদিকে মার্কিন সেনাঘাঁটিতে হামলার দায় স্বীকার করেছে ইরাকের দ্য ইসলামিক রেজিস্টেন্স নামের একটি সশস্ত্র গোষ্ঠী। যদিও, এ হামলার পেছনে ইরানের সংশ্লিষ্টতা রয়েছে বলে অভিযোগ করছে যুক্তরাষ্ট্র। তবে ওয়াশিংটনের এমন দাবি নাকচ করে দিয়েছে তেহরান।
তবে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানিয়েছে, ইরানের সঙ্গে যুদ্ধ চাইছে না যুক্তরাষ্ট্র। যদিও যুক্তরাষ্ট্র তার সৈন্যদের রক্ষা করার জন্য ‘সকল প্রয়োজনীয় পদক্ষেপ’ নেবে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
আজ মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, ইরান-সমর্থিত মিলিশিয়া গোষ্ঠীর জর্ডানে প্রাণঘাতী ড্রোন হামলার পরে যুক্তরাষ্ট্র তার সৈন্যদের রক্ষা করার জন্য ‘সকল প্রয়োজনীয় পদক্ষেপ’ নেবে বলে সোমবার প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। যদিও প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন জোর দিয়ে বলছে, তারা ইরানের সঙ্গে যুদ্ধ চাইছে না।