সেরা সিনেমা ‘টুয়েলভথ ফেল’ অভিনেতা রণবীর

৬৯তম ফিল্মফেয়ার পুরস্কার

বিনোদন সময় ডেস্ক
৩০ জানুয়ারী ২০২৪, ০০:০০
শেয়ার :
সেরা সিনেমা ‘টুয়েলভথ ফেল’ অভিনেতা রণবীর

রবিবার রাতে অনুষ্ঠিত হলো ৬৯তম ফিল্মফেয়ার পুরস্কারের আসর। গুজরাটের গান্ধীনগরে বসেছিল এবারের জাঁকজমক আসর। রণবীর কাপুর, বরুণ ধাওয়ান, কারিনা কাপুর, জাহ্নবী কাপুর, সারা আলি খান ও কার্তিক আরিয়ানদের পারফরম্যান্সে জমজমাট হয়ে ওঠে এ আয়োজন। এবারের ফিল্মফেয়ার সঞ্চালনায় ছিলেন করণ জোহর, আয়ুষ্মান খুরানা ও মনীশ পল। এবারের আসরে সেরা সিনেমার পুরস্কার জিতে নেয় বিধু বিনোদ চোপড়া পরিচালিত ‘টুয়েলভথ ফেল’ সিনেমাটি। মুক্তির পর থেকেই সিনেমাটি ছিল আলোচনার তুঙ্গে। অন্যদিকে ‘অ্যানিম্যাল’ সিনেমা দিয়ে পপুলার ক্যাটাগরিতে সেরা অভিনেতার পুরস্কার জেতেন রণবীর কাপুর এবং একই ক্যাটাগরিতে সেরা অভিনেত্রী নির্বাচিত হন আলিয়া ভাট। তিনি ‘রকি অউর রানি কি প্রেমকাহানি’ সিনেমার জন্য এ পুরস্কার পান।

এক নজরে ফিল্মফেয়ার পুরস্কার বিজয়ীরা

হ সেরা পরিচালক : বিধু বিনোদ চোপড়া (টুয়েলভথ ফেল)

হ সেরা অভিনেতা : রণবীর কাপুর (অ্যানিম্যাল)

হ সেরা অভিনেতা (সমালোচক) : বিক্রান্ত ম্যাসি (টুয়েলভথ ফেল)

হ সেরা অভিনেত্রী : আলিয়া ভাট (রকি অউর রানি কি প্রেমকাহানি)

হ সেরা অভিনেত্রী (সমালোচক) : রানি মুখার্জি (মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে) ও শেফালি শাহ (থ্রি অব আস)

হ সেরা সহ-অভিনেতা : ভিকি কৌশল (ডানকি)

হ সেরা সহ-অভিনেত্রী : শাবানা আজমি (রকি অউর রানি কি প্রেমকাহানি)

হ সেরা গীতিকার : অমিতাভ ভট্টাচার্য (তুম কেয়া মিলে, রকি অউর রানি কি প্রেমকাহানি)

হ সেরা মিউজিক অ্যালবাম : ‘অ্যানিম্যাল’ (প্রীতম, বিশাল মিশ্র, মনন ভরদ্বাজ, শ্রেয়াস পুরানিক, জানি, ভূপিন্দর বাব্বল, অসীম কেমসন, হর্ষবর্ধন রামেশ্বর, গুরিন্দর সিগাল)

হ সেরা প্লেব্যাক গায়ক : ভূপিন্দর বাব্বল (আরজন ভ্যালি-‘অ্যানিম্যাল’)

হ সেরা প্লেব্যাক গায়িকা : শিল্পা রাও (বেশরম রং, ‘পাঠান’)

হ সেরা নবাগত সংগীত প্রতিভা : (আর ডি বর্মণ অ্যাওয়ার্ড)-শ্রেয়াস পুরানিক (‘সাতরঙ্গা’, ‘অ্যানিম্যাল’)

হ সেরা গল্প : অমিত রাই (ওএমজি ২) ও দেবাশীষ মাখিজা (জোরাম)

হ সেরা চিত্রনাট্য : বিধু বিনোদ চোপড়া (‘টুয়েলভথ ফেল’)

হ সেরা সংলাপ : ঈশিতা মৈত্র (রকি অউর রানি কি প্রেমকাহানি)

হ সেরা আবহসংগীত : হর্ষবর্ধন রামেশ্বর (অ্যানিম্যাল)

হ সেরা সিনেমাটোগ্রাফি : অবিনাশ অরুণ ধাওয়ারে (থ্রি অব আস)

হ সেরা কস্টিউম ডিজাইন : শচীন লাভলেকার, দিব্য গম্ভীর, নিধি গম্ভীর (স্যাম বাহাদুর)

হ সেরা সম্পাদনা : জাসকুনওয়ার সিং কোহলি-বিধু বিনোদ চোপড়া (টুয়েলভথ ফেল)

হ সেরা ভিএফএক্স : রেড চিলিস ভিএফএক্স (জওয়ান)

হ সেরা কোরিওগ্রাফি : গণেশ আচার্য (ঝুমকা, রকি অউর রানি কি প্রেমকাহানি)

হ সেরা অভিষিক্ত পরিচালক : তরুণ দুদেজা

হ সেরা নবাগত অভিনেতা : আদিত্য রাওয়াল (ফারাজ)

হ সেরা নবাগত অভিনেত্রী : অলিজে অগ্নিহোত্রী (ফ্যারি)

হ আজীবন সম্মাননা : ডেভিড ধাওয়ান