নারায়ণগঞ্জে গ্যাসের আগুনের ঘটনায় একজনের মৃত্যু
নারায়ণগঞ্জে একটি বাসায় গ্যাসের আগুনে একই পরিবারের শিশুসহ ছয়জন দগ্ধের ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। তার নাম রহিমা বেগম (৩৫)।
চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার দুপুরে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে মারা যান তিনি। রহিমা বেগম পটুয়াখালী গলাচিপা উপজেলার নলুয়াবাগি গ্রামের জাহাঙ্গীরের স্ত্রী।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. মো. তরিকুল ইসলাম জানান, রহিমার শরীরের ৪৫ শতাংশ পুড়ে গিয়েছিল।
উল্লেখ্য, গত ২৪ জানুয়ারি বুধবার দিবাগত রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ বাগপাড়া এলাকায় একটি টিনশেড বাসায় গ্যাসের চুলায় মশার কয়েল জ্বালানোর সময় আগুন লেগে একই পরিবারের এক শিশুসহ ৬ জন দগ্ধ হন। এ ঘটনায় তিন জন এখনও চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সুখী আক্তারের শরীরের ১৭ শতাংশ, জান্নাতী আক্তারের ১৫ শতাংশ ও রিতুর ১০ শতাংশ পুড়ে গেছে।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?