হাসপাতালে ভর্তি জাহিদ হাসান

বিনোদন প্রতিবেদক
২৯ জানুয়ারী ২০২৪, ২০:২২
শেয়ার :
হাসপাতালে ভর্তি জাহিদ হাসান

হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেতা ও প্রযোজক জাহিদ হাসান। শ্বাসকষ্ট নিয়ে চলতি সপ্তাহে রাজধানীর ধানমন্ডির একটি হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, অ্যাজমার সমস্যা প্রকট হওয়ায় তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালের সি-ব্লকের একটি কেবিনে তিনি ভর্তি আছেন। এখন সবকিছু নিয়ন্ত্রণে।

জানা যায়, শীতের কারণে এ অভিনেতা বেশ বেকায়দায় পড়েছিলেন। এতে তার অ্যাজমার সমস্যা বেড়ে যায়। শুরু হয় শ্বাসকষ্ট। এরপরই তাকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে দেখাশোনা করছেন তার স্ত্রী অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ ও দুই সন্তান।

প্রসঙ্গত, নব্বই দশকের জনপ্রিয় অভিনেতা জাহিদ এখনো মিডিয়ায় সরব। অভিনয়ের পাশাপাশি প্রযোজনাতে বেশ ব্যস্ত তিনি। গত কয়েক বছরে ঈদের টিভি আয়োজনে অন্যতম আকর্ষণ হিসেবে থাকত এ তারকার নাটক।