মাকে গালাগালির প্রতিবাদ করায় ছোট ভাইকে কুপিয়ে হত্যা

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
২৯ জানুয়ারী ২০২৪, ২০:১৯
শেয়ার :
মাকে গালাগালির প্রতিবাদ করায় ছোট ভাইকে কুপিয়ে হত্যা

প্রতীকী ছবি

ময়মনসিংহের ভালুকা ‍উপজেলায় বড় ভাইয়ের দায়ের কোপে আহত ছোট ভাই কৌশিক আহমেদের (৩৭) মৃত্যু হয়েছে। আজ সোমবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ভালুকা থানার উপপরিদর্শক (এসআই) কাজল হোসেন ঘটনার এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত কৌশিক উপজেলার কাচিনা গ্রামের আলী আহমেদের ছেলে। কৌশিকের বড় ভাইয়ের নাম কাউসার আহমেদ।

পুলিশ জানায়, বাবার জমির দলিল নিয়ে গত ২১ জানুয়ারি কাউসার তার মাকে গালাগালি করেন। তখন কৌশিক প্রতিবাদ করলে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে কাউসার দা দিয়ে কৌশিককে আঘাত করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসা নিয়ে তিন দিন আগে কৌশিক তার শ্বশুরবাড়ি চলে যান।গতকাল রবিবার রাতে কৌশিক আবারও অসুস্থ হয়ে পড়লে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ তিনি মারা যান।

ভালুকা মডেল থানার উপপরিদর্শক (এসআই) কাজল হোসেন জানান, ওই ঘটনায় গত ২২ জানুয়ারি কৌশিকের মা কুলসুম বেগম বাদী হয়ে কাউসারসহ চারজনকে আসামি করে ভালুকা থানায় মামলা দায়ের করেন। এ ঘটনার পর থেকে আসামি পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে আছে।