হাতিরঝিলে অটোরিকশা উল্টে প্রাণ গেল চালকের
রাজধানীর হাতিরঝিলে সিএনজিচালিত অটোরিকশার নিয়ন্ত্রণ হারিয়ে আশরাফ হোসাইন (৪০) নামের এক চালকের মৃত্যু হয়েছে। আজ সোমবার বিকেল ৪টায় হাতিরঝিলের মাইটিভি ভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অটোরিকশায় থাকা দুই যাত্রী আহত হয়েছেন।
পুলিশ জানিয়েছে, আজ বিকেলে হাতিরঝিল মাইটিভি ভবনের সামনের রাস্তায় যাওয়ার সময় হঠাৎ সিএনজিচালিত অটোরিকশার সামনের চাকা ভেঙে যায়। এ সময় সিএনজিটি উল্টে চালকসহ দুই যাত্রী আহত হন। পরে পথচারীরা চালক আশরাফকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি মাথা ও মুখমণ্ডলে গুরুতর আঘাত পেয়েছিলেন। অন্য দুই যাত্রীর গুরুতর আহত হননি।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
সিএনজি চালক আশরাফ হোসাইন ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার বাসিন্দা। তিনি বর্তমানে ধনিয়া স্কুলের পাশে পরিবার নিয়ে থাকেন।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, ‘মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।’