হাতিরঝিলে অটোরিকশা উল্টে প্রাণ গেল চালকের

ঢামেক প্রতিবেদক
২৯ জানুয়ারী ২০২৪, ১৯:২১
শেয়ার :
হাতিরঝিলে অটোরিকশা উল্টে প্রাণ গেল চালকের

রাজধানীর হাতিরঝিলে সিএনজিচালিত অটোরিকশার নিয়ন্ত্রণ হারিয়ে আশরাফ হোসাইন (৪০) নামের এক চালকের মৃত্যু হয়েছে। আজ সোমবার বিকেল ৪টায় হাতিরঝিলের মাইটিভি ভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অটোরিকশায় থাকা দুই যাত্রী আহত হয়েছেন। 

পুলিশ জানিয়েছে, আজ বিকেলে হাতিরঝিল মাইটিভি ভবনের সামনের রাস্তায় যাওয়ার সময় হঠাৎ সিএনজিচালিত অটোরিকশার সামনের চাকা ভেঙে যায়। এ সময় সিএনজিটি উল্টে চালকসহ দুই যাত্রী আহত হন। পরে পথচারীরা চালক আশরাফকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি মাথা ও মুখমণ্ডলে গুরুতর আঘাত পেয়েছিলেন। অন্য দুই যাত্রীর গুরুতর আহত হননি।

সিএনজি চালক আশরাফ হোসাইন ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার বাসিন্দা। তিনি বর্তমানে ধনিয়া স্কুলের পাশে পরিবার নিয়ে থাকেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, ‘মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।’