কৃষি কর্মকর্তার ব্যাগ থেকে ৬ ভরি স্বর্ণালংকার চুরি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টোগ্রাম মহাসড়কের শিমরাইলে ফুটওভার ব্রিজ থেকে ইশরাত জাহান (৩২) নামের এক কৃষি কর্মকর্তার ৬ ভরি স্বর্ণ চুরি হয়। গত শনিবার সন্ধ্যায় চুরির এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ইশরাত রুপগঞ্জ উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত।
এ ঘটনায় গতকাল রবিবার সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী কৃষি কর্মকর্তা।
অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী ইসরাত জাহান গত শনিবার সন্ধ্যায় তার স্বামী কাওছার মিয়ার সঙ্গে মুন্সিগঞ্জের গজারিয়া থেকে ঢাকার ডেমরা এলাকায় নিজ বাড়িতে যাওয়ার উদ্দেশে সিদ্ধিরগঞ্জের চিটাগাংরোড এসে বাস থেকে নামেন। পরে স্থানীয় ফলপট্টি ফুটওভার ব্রিজ দিয়ে সড়ক পাড় হওয়ার সময় ইশরাত দেখতে পান তার ব্যাগের চেইন খোলা এবং ব্যাগের ভিতরে রাখা ৬ ভরি স্বর্ণলংকার নেই।
অভিযোগে ইশরাত আরও বলেন, ‘এ ঘটনার পর আমি আশেপাশের বিভিন্ন লোককে ঘটনার বিষয়টি জানিয়ে তাদের সহযোগিতায় অজ্ঞাতনামা ব্যক্তিদের খোঁজাখুঁজি করি। তাদের খোঁজ না পেয়ে বিষয়টি আমি সিদ্ধিরগঞ্জ থানা পুলিশকে অবহিত করি এবং একটি লিখিত অভিযোগ করি।’
সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ও অভিযোগের তদন্ত কর্মকর্তা হুমায়ুন বলেন, ‘কৃষি কর্মকর্তার ব্যাগ থেকে স্বর্ণ চুরির ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করছি। চোরকে চিহ্নিত করে আটকের ব্যবস্থা করছি।’