ইলন মাস্ককে সরিয়ে শীর্ষ ধনী হলেন যে ব্যবসায়ী
টেসলা প্রতিষ্ঠাতা ইলন মাস্ককে সরিয়ে বিশ্বের শীর্ষ ধনী এখন মোয়েট হেনেসি লুইস ভুটনের (এলভিএমএইচ) চেয়ারম্যান ও প্রধান নির্বাহী বার্নার্ড আরনল্ট। বিখ্যাত মার্কিন সাময়িকী ফোর্বসের হিসেব অনুযায়ী আরনল্টের সম্পদের পরিমাণ ২০৭ দশমিক ৬ বিলিয়ন ডলার। আর টুইটারের মালিক মাস্কের সম্পদ ২০৪ দশমিক ৭ বিলিয়ন ডলার।
মাস্ক টেসলার সিইও এবং কোম্পানিটির সবচেয়ে বেশি শেয়ারধারী। তার শেয়ারের পরিমাণ ১৪ শতাংশ। পরবর্তীতে তিনি ৪ হাজার ৪০০ কোটি ডলারে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার কিনে নেন। মাস্ক ২০২১ সালের সেপ্টেম্বর থেকে বিশ্বের শীর্ষ ধনীর অবস্থান ধরে রেখেছিলেন। অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসকে সরিয়ে তিনি শীর্ষে উঠে আসেন। তবে এরপর একাধিকবার কিছু সময়ের জন্য আর্নল্টের কাছে শীর্ষ স্থান হারিয়েছেন মাস্ক।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
সম্প্রতি ফ্রান্সের ধনকুবের বার্নার্ড আরনল্ট ও তার পরিবারের আয় বেড়েছে ২৩.৬ বিলিয়ন মার্কিন ডলার। তাতেই তিনি বিশ্বের শীর্ষ ধনী হয়ে যান। লুই ভ্যুটন, ডিওর ও সেলিনের মতো দামী ব্র্যান্ড এলভিএমএইচ গ্রুপের অংশ, সম্প্রতি এই বিলাসবহুল পণ্যগুলোর বিক্রি বেড়ে যাওয়ায় তার আয় বৃদ্ধি পায়।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
২০২২ সাল থেকে শীর্ষ ধনীর প্রতিযোগিতা চলছে আরনল্ট ও মাস্কের মধ্যে। তবে আরনল্ট দ্বিতীয় স্থানেই ছিলেন। সম্প্রতি তিনি শীর্ষে গেলেন। এ তালিকায় আরনল্ট ও মাস্কের পরে রয়েছেন জেফ বেজোস, ল্যারি অ্যালিসন, মার্ক জাকারবার্গ, ওয়ারেন বাফেট, ল্যারি পেজ, বিল গেটস, সার্গেই ব্রিন ও স্টিভ বালমার।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস