‘বিগ বস ১৭’ সিজনের বিজয়ী মুনাওয়ার ফারুকী
সব অপেক্ষার অবসান ঘটিয়ে ঘোষণা এল বিগ বস ১৭ সিজনের বিজয়ীর। এবারের আসরে মুকুট জিতেছেন মুনাওয়ার ফারুকী।ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
খবরে বলা হয়েছে, সালমান খানের এই শোয়ের যাত্রা শুরু হয়েছিল ১৭ জন প্রতিযোগীকে নিয়ে। এর মধ্যে কিছু তারকাও ওয়াইল্ড কার্ড হিসেবে শোয়ের অংশ হয়েছিলেন। সবাইকে পেছনে ফেলে মুনাওয়ার ফারুকী, অঙ্কিতা লোখান্ডে, মান্নারা চোপড়া, অভিষেক কুমার ও অরুণ মহাশেট্টি ফাইনালে জায়গা করে নিয়েছিলেন।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
গত ১৫ অক্টোবর ২০২৩ এ শুরু হওয়ার ১০৭তম দিনে এসে গতকাল রবিবার গ্র্যান্ড ফাইনালের মধ্য দিয়ে বিজয়ী পেয়েছে বলিউডের বহুল চর্চিত এই শো।
বিগ বস জেতার পর মুনাওয়ার ফারুকি শুধু ট্রফিই পাননি, তার সঙ্গে তাকে নগদ ৫০ লাখ রুপি ও একটি গাড়িও দেওয়া হয়।এই ট্রফিটির সবচেয়ে বিশেষ বিষয় হলো, এটি তৈরি করা হয়েছে দিল, দিমাগ এবং দম শোয়ের থিমের ভিত্তিতে।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট