খেজুরের রস খেয়ে যুবকের মৃত্যু
মানিকগঞ্জ সদর উপজেলায় নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে মো. বাবুল হোসেন (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত ১২টার দিকে রাজধানী ঢাকার ধানমন্ডিতে পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আক্রান্ত হওয়ার আগে তিনি খেজুরের কাঁচা রস পান করেছিলেন। রস থেকে এই সংক্রমণ হয়েছিল বলে জানিয়েছেন চিকিৎসকরা।
মৃত মো. বাবুল হোসেনের (৩৫) বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলার মান্তা গ্রামে।
বিষয়টি নিশ্চিত করে আজ রবিবার মানিকগঞ্জের সিভিল সার্জনের দায়িত্বে থাকা সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. লুৎফর রহমান বলেন, ‘আমাদের কাছে দুই জনের নয়, শুধুমাত্র বাবুল হোসেনের নাম রেকর্ড আছে। বাবুল নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে আমাদের জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে এটা এ বছর প্রথম মৃত্যুর ঘটনা। এছাড়া আর কারও মৃত্যুর তথ্য আমাদের কাছে নেই।’
স্থানীয় ইউপি চেয়ারম্যন মহিদুর রহমান মহিদ বলেন, ‘১৫ দিন আগে বাবুল হোসেন খেজুরের রস খেয়ে অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসার জন্য প্রথমে তাকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। কিন্ত শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ধানমন্ডির পপুলার হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বাবুলের মরদেহ আজ নিজ গ্রামে জানাজা শেষে দাফন করা হয়েছে।’
এর আগে, গত ১৬ জানুয়ারি মান্তা গ্রামের পার্শ্ববর্তী ঘোস্তা জাহাঙ্গীরনগড় গ্রামের লুৎফর রহমান (২৭) নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়ার খবর পাওয়া গিয়েছিল।