সেন্টমার্টিনে গিয়ে ফিরতে হলো লাশ হয়ে

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
২৮ জানুয়ারী ২০২৪, ১৯:২৯
শেয়ার :
সেন্টমার্টিনে গিয়ে ফিরতে হলো লাশ হয়ে

কক্সবাজারের সেন্টমার্টিনে ঘুরতে গিয়ে মো. রেজাউল রহমান খান নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। 

রেজাউল রহমান খানের বাড়ি টাঙ্গাইলের সদরে। তার বাবার নাম মতিউর রহমান। সেন্টমার্টিন পুলিশ ফাঁড়ির পরিদর্শক আব্দুল বাতেন এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, টাঙ্গাইল সদর থেকে ৪০ জন মিলে গতকাল সেন্টমার্টিনে ঘুরতে আসেন। তারা সি প্রবাল রিসোর্টে ওঠেন। সন্ধ্যার দিকে রেজাউল হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে সেন্টমার্টিন ২০ শয্যার হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সেন্টমার্টিন সি প্রবাল রিসোর্টের মালিক আব্দুর রহিম বলেন, ‘টাঙ্গাইল থেকে ৪০ জনের একটি দল আমার রিসোর্টে ওঠেন। এর মধ্যে একজন অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।

সেন্টমার্টিন হাসপাতালের চিকিৎসক নাঈমুর রহমান বলেন, ‘হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। তবে ধারণা করা হচ্ছে, হার্ট অ্যাটাকের মাধ্যমে তার মৃত্যু হয়েছে।’

পুলিশের পরিদর্শক আব্দুল বাতেন বলেন, ‘রাতে সাগর উত্তাল থাকায় লাশটি হাসপাতালে রাখা হয়। রবিবার সকালে তার সহকর্মীরা লাশটি টেকনাফ হয়ে টাঙ্গাইলের উদ্দেশে নিয়ে যায়।’