বাংলা একাডেমি পুরস্কার ফিরিয়ে দেওয়ার কারণ জানালেন জাকির তালুকদার

অনলাইন ডেস্ক
২৮ জানুয়ারী ২০২৪, ১৬:৫১
শেয়ার :
বাংলা একাডেমি পুরস্কার ফিরিয়ে দেওয়ার কারণ জানালেন জাকির তালুকদার

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ফিরিয়ে দিয়েছেন কথাসাহিত্যিক জাকির তালুকদার। আজ রবিবার পুরস্কারের অর্থ ও সম্মাননা স্মারক নাটোর থেকে কুরিয়ারের মাধ্যমে বাংলা একাডেমির মহাপরিচালক বরাবর ফেরত পাঠিয়েছেন তিনি।

নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান জাকির তালুকদার। বাংলা একাডেমির মহাপরিচালককে দেওয়া চিঠির অংশ ও লাখ টাকার একটি চেকের পাতা সংযুক্ত করে ফেসবুকে তিনি লেখেন, ‘পাঠিয়ে দিলাম। খুব ভারমুক্ত লাগছে।’

কী কারণে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ফেরত দিলেন—এমন প্রশ্নের জবাবে সংবাদমাধ্যমকে এই কথাসাহিত্যিক বলেন, ‘আমি মনে করি, ২৫ বছর ধরে কার্যনির্বাহী পরিষদের নির্বাচন না করে ইচ্ছেমতো একাডেমি চালানোর জন্য বাংলা একাডেমি সচেতন মানুষের কাছে নিজের গ্রহণযোগ্যতা হারিয়েছে। আর এমন প্রতিষ্ঠানের গুরুত্ব কমে গেলে পুরস্কারের মর্যাদা থাকে না। তাই এই পুরস্কার এখন আমার কাছে অর্থহীন, দিনে দিনে বোঝা বলে মনে হচ্ছে।’

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারের সবকিছু ফেরত পাঠানোর সঙ্গে একটি চিঠিও পাঠিয়েছেন জাকির তালুকদার। পুরস্কার ফেরত দেওয়ার কারণ সেই চিঠিতেও উল্লেখ করেছেন বলে জানান তিনি।  

প্রসঙ্গত, কথাসাহিত্যে অবদানের জন্য ২০১৪ সালে এ পুরস্কার পেয়েছিলেন জাকির তালুকদার।

জাকির তালুকদারের উপন্যাস ‘পিতৃগণ’ সমকালীন কথাসাহিত্যে একটি মৌলিক সংযোজন। এ ছাড়া কুরসিনামা, মুসলমানমঙ্গল, কবি ও কামিনী, ছায়াবাস্তব, কল্পনা চাকমা ও রাজার সেপাই তার উল্লেখযোগ্য গ্রন্থ।

জাকির তালুকদার বেড়ে ওঠেন নাটোরে। চিকিৎসাবিজ্ঞানে স্নাতক এবং স্বাস্থ্যঅর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি নেন। কর্মজীবনে তিনি একজন চিকিৎসক। বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের চিকিৎসা ও গবেষণা বিভাগে কাজ করছেন।