চঞ্চলকে নিয়ে যা বললেন অঞ্জন দত্ত

বিনোদন প্রতিবেদক
২৮ জানুয়ারী ২০২৪, ১৩:৫৮
শেয়ার :
চঞ্চলকে নিয়ে যা বললেন অঞ্জন দত্ত

দেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। জয় করেছেন কলকাতার দর্শকদের মনও। তাকে দেখা গেছে ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় গায়ক-পরিচালক অঞ্জন দত্তের একটি ওয়েব সিরিজে। চঞ্চলের অভিনয়ের ভক্ত অঞ্জন নিজেও। আর তাই তো ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে দাঁড়িয়ে ওপার বাংলার এই তারকা ভূয়সী প্রশংসা করেছেন চঞ্চলের।

অঞ্জন দত্ত জানান, চঞ্চল খুবই শক্তিশালী অভিনেতা। তার সঙ্গে চঞ্চলের যোগাযোগ দীর্ঘদিনের।

তিনি বলেন, ‘চঞ্চল একজন খুব শক্তিমান (পাওয়ারফুল) অভিনেতা। আমি তার অভিনয়ের ভক্ত। এখন অবশ্য বাংলাদেশে অনেক ভালো এবং শক্তিশালী অভিনেতা আছে। “মনের মানুষ” সিনেমায় চঞ্চলের অভিনয় দেখার পরে আমি তার সঙ্গে যোগাযোগ করি। তার সঙ্গে আমার সিনেমাও করার কথা ছিল। কিন্তু কোনো কারণে সেটা হয়ে ওঠেনি।’

এদিকে পশ্চিমবঙ্গের আরেক জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জির ‘পদাতিক’ সিনেমাতে মূল চরিত্র মৃণাল সেনের ভূমিকায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। বায়োপিকে মৃণালের স্ত্রী গীতা সেনের চরিত্রে দেখা যাবে পশ্চিমবঙ্গের অভিনেত্রী মনামী ঘোষকে।