গাজায় ইসরাইলি হামলায় প্রাণ হারিয়েছেন ১২০ সাংবাদিক

আন্তর্জাতিক ডেস্ক
২৮ জানুয়ারী ২০২৪, ০৯:৫৫
শেয়ার :
গাজায় ইসরাইলি হামলায় প্রাণ হারিয়েছেন ১২০ সাংবাদিক

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় ইয়াদ আহমেদ আল-রাওয়াগ নামের এক সাংবাদিক নিহত হয়েছেন। এ নিয়ে গত অক্টোবর থেকে এ উপত্যকায় ইসরায়েলি হামলায় ১২০ সাংবাদিক প্রাণ হারিয়েছেন।গাজার সরকারি গণমাধ্যম দপ্তর থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। 

আল জাজিরা, আনদোলু এজেন্সিসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, স্থানীয় সময় শনিবার মধ্যগাজার নুসেইরাত শরণার্থী শিবিরে হামলার এ ঘটনা ঘটে। নিহত ইয়াদ আহমেদ আল-রাওয়াগ সাউত আল-আকসা রেডিওর সম্প্রচারক ও অনুষ্ঠানের উপস্থাপক ছিলেন। 

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় গাজাজুড়ে ১৭৪ ফিলিস্তিনি নিহত ও ৩১০ জন আহত হয়েছেন।

গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসের নাসের হাসপাতালের একজন চিকিৎসক জানিয়েছেন, ইসরায়েলি হামলার ভয়ে তাদের হাসপাতালের ৯৫ শতাংশ কর্মী পার্শ্ববর্তী এলাকা রাফাতে পালিয়ে গেছেন।

এদিকে যুক্তরাষ্ট্রের পর জাতিসংঘের ফিলিস্তিনি ত্রাণ সংস্থায় অর্থায়ন স্থগিত করছে একের পর এক দেশ। এ তালিকায় যোগ হয়েছে- যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, জার্মানি, নেদারল্যান্ডস ও ইতালি।ইসরায়েলের এক অভিযোগের পরিপ্রেক্ষিতে তারা এ সিদ্ধান্ত নিয়েছে।  

ইসরায়েল দাবি করেছে, এ সংস্থার কয়েকজন কর্মী গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। এ ঘটনায় নিন্দা জানিয়েছেন ইউএনআরডব্লিউএর কমিশনার জেনারেল ফিলিপ লাজারিনি। এ ধরনের সিদ্ধান্তকে তিনি অত্যন্ত বেদনাদায়ক বলে উল্লেখ করেছেন।

এদিকে ফিলিস্তিনের গাজায় গণহত্যা ঠেকানোর ব্যবস্থা নিতে ইসরায়েলকে গত শুক্রবার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। কিন্তু এখন পর্যন্ত এতে কোনো কর্ণপাত করেনি ইসরায়েল। এ নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে প্রতিবাদ চলছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।