আজ কোথায় কী আয়োজন
প্রতিদিন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে আয়োজন করা হয় নানান ধরনের কর্মসূচি। এর মধ্যে শিল্প-সংস্কৃতি, রাজনীতি অথবা রাষ্ট্রীয় অনুষ্ঠান অন্যতম। প্রতিদিন সকালে জেনে নিন কোথায় কী আয়োজন।
আজ রবিবার কোথায় কী আয়োজন রয়েছে, চলুন দেখে নেয়া যাক;
প্রধানমন্ত্রীর কর্মসূচি:
সকাল ১০টায় গণভবনে পল স্কুলির নেতৃত্বে ব্রিটিশ ক্রস পার্টির সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর কর্মসূচি:
বেলা ১১টায় সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সংবাদ সম্মেলন করবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
স্বাস্থ্যমন্ত্রীর কর্মসূচি:
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
বেলা ১১টায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বাস্থ্যমন্ত্রীর জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার ১৫৪তম মিটিংয়ের বিষয়বস্তু, সায়মা ওয়াজেদের বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদে যোগদান এবং সমসাময়িক বিষয়াদি নিয়ে সংবাদ সম্মেলন করবেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।
শিল্পমন্ত্রীর কর্মসূচি:
বেলা পৌনে ১১টায় মতিঝিলে শিল্প মন্ত্রণালয়ের নিজ কক্ষে বাংলাদেশ স্পেশালাইজড টেক্সটাইল মিলস অ্যান্ড পাওয়ার লুম ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করবেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।
এ ছাড়া দুপুর সোয়া ২টায় জাপানের মিৎসুবিশি কোম্পানির প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক।
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর কর্মসূচি:
সকাল সাড়ে ১০টায় রাজধানীর সিরডাপ মিলনায়তনে পল্লী উন্নয়ন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সামগ্রিক কার্যক্রম নিয়ে আলোচনা সভা। এ ছাড়া দুপুর ২টায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা করবেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রীর কর্মসূচি:
বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমিতে খুলনা বিভাগের শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন (রিমি)।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রীর কর্মসূচি:
ছাত্রলীগের উদ্যোগে দুপুর আড়াইটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ‘মানবতায় অগ্রদূত ছাত্রলীগ’ স্লোগানে শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি থাকবেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান।
বিএনপির কর্মসূচি:
সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাব আব্দুস সালাম হলে গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টি আয়োজনে ‘ডামি প্রহসন একতরফা নির্বাচনে অবৈধ সংসদ বাতিল ও নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রাতিষ্ঠানিক করণীয়’ শীর্ষক আলোচনা সভা। এতে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
এ ছাড়া বেলা ১১টায় নাগরিক ঐক্যের আয়োজনে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ‘৬৯-এর গণ-অভ্যুত্থান এবং এখন’ শীর্ষক আলোচনা সভায় উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।
বিকেল ৩টায় বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদের আয়োজনে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ‘প্রহসনের নির্বাচনে বিপন্ন গণতন্ত্র এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় নাগরিক ভাবনা’ শীর্ষক আলোচনা সভা উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদের সভাপতি জাফর মাহমুদ।