অসামাজিক কাজে বাধা দেওয়ায় ইউপি সদস্যকে মারধর, থানায় অভিযোগ
বগুড়ার শেরপুরে প্রবাসীর স্ত্রী মরিয়ম (৩৮) ও সোবাহান আলী সোবা (৩৫) নামে এক যুবকের অসামাজিক কাজে বাধা দেওয়ার ঘটনায় ইউপি সদস্যকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার মির্জাপুর ইউনিয়নের বিরইল গ্রামে এ ঘটনা ঘটে। পরে রাতে ইউপি সদস্য জাবেদ আলী বাদী হয়ে শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, প্রবাসীর স্ত্রী দীর্ঘদিন ধরে বিরইল গ্রামে অসামাজিক কাজ করে আসছে। এ নিয়ে এলাকায় কয়েকবার বৈঠকও হয়েছে। গতকাল শুক্রবার সকালে আবারও মরিয়ম ও সোবাহান বিরইল গ্রামে বুলবুলিদের বাড়িতে অসামাজিক কাজের জন্য যান। এলাকাবাসী বিষয়টি দেখে তাদের আটক করে ইউপি সদস্য জাবেদ আলীকে খবর দেন। বিষয়টি জানতে বাড়ির ভেতরে গেলে সোবাহান, তার সহযোগী সবুজ ও মরিয়ম মারধর করেন জাবেদকে। জাবেদ পরিস্থিতি শান্ত করে জুমার নামাজের পর বিচার করবেন বলে আটকে রেখে নামাজ পড়তে যান। সেই সুযোগে সোবাহান পালিয়ে যান।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।