বিএনপির পর ৩০ জানুয়ারি আওয়ামী লীগেরও কর্মসূচি ঘোষণা

অনলাইন ডেস্ক
২৭ জানুয়ারী ২০২৪, ১৯:০৮
শেয়ার :
বিএনপির পর ৩০ জানুয়ারি আওয়ামী লীগেরও কর্মসূচি ঘোষণা

আগামী ৩০ জানুয়ারি সারাদেশে শান্তি, গণতন্ত্র ও উন্নয়ন সমাবেশের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। ওই দিন দেশের সব মহানগর, জেলা ও উপজেলায় এ কর্মসূচি পালন করবে দলটি।  

আজ শনিবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত শান্তি ও গণতন্ত্র সমাবেশে এ ঘোষণা দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘৩০ জানুয়ারি শান্তি, গণতন্ত্র ও উন্নয়ন সমাবেশ হবে সব মহানগর, জেলা ও উপজেলায়। সেদিন আপনারা লাল–সবুজ পতাকা হাতে গণতন্ত্র, শান্তি ও উন্নয়ন কীভাবে হবে, সেই কথা বলবেন। সারাদেশে আমাদের নেতাকর্মীরা পাহারায় থাকবেন।’

আজ বিএনপির করা কালো পতাকা মিছিলকে ‘শোক মিছিল’ আখ্যা দিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘কালো পতাকা মিছিল আরেক ভুয়া। ৩০ তারিখে আবার ডাকছে, সেটাও ভুয়া। লোকজন নেই, জনগণ নেই, নেতাকর্মীরা হতাশ। কারণ, লন্ডনে থাকা তারেক জিয়ার প্রতি কোনো আস্থা নেই। যাদের সঙ্গে জনগণ নেই, তারা ভুয়া। নির্বাচনের খেলা শেষ। এখন খেলা হবে রাজনীতির।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘গয়েশ্বর বাবু আজ পল্টনে হাজির হয়েছেন। এতদিন কোথায় ছিলেন গয়েশ্বর বাবু? বলেছিলেন, অলিগলি খুঁজে পাব না...। কে পালিয়েছে?’

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে সমাবেশ সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির।

উল্লেখ্য, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, কারবন্দী নেতাকর্মীদের মুক্তি, দ্বাদশ সংসদকে ‘অবৈধ’ দাবি করে তা বাতিল ও সরকারের পদত্যাগের দাবিতে সারাদেশে একযোগে কালো পতাকা মিছিল করবে বিএনপি। আগামী মঙ্গলবার দেশের সব মহানগর, থানা, জেলায়, উপজেলায় এ কর্মসূচি পালন করবে দলটি।

আজ রাজধানীর নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কালো পতাকা মিছিল শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে দেওয়া বক্তব্যে এ ঘোষণা দেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘আওয়ামী লীগ সরকার জনগণের সরকার নয়। তাই এই সরকার আমরা মানি না। আমাদের অনেক লড়াই। বাঁচার লড়াই, ভোটের লড়াই। তার সঙ্গে রয়েছে সংবিধান ও সার্বভৌমত্বের লড়াই। রাজপথে যখন নেমেছি, রাজপথে থেকেই আমাদের অধিকার আদায় করতে হবে।’