সারাদেশে একযোগে কালো পতাকা মিছিল করবে বিএনপি
নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, কারবন্দী নেতাকর্মীদের মুক্তি, দ্বাদশ সংসদকে ‘অবৈধ’ দাবি করে তা বাতিল ও সরকারের পদত্যাগের দাবিতে সারাদেশে একযোগে কালো পতাকা মিছিল করবে বিএনপি। আগামী মঙ্গলবার দেশের সব মহানগর, থানা, জেলায়, উপজেলায় এ কর্মসূচি পালন করবে দলটি।
আজ শনিবার রাজধানীর নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কালো পতাকা মিছিল শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে দেওয়া বক্তব্যে এ ঘোষণা দেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘আওয়ামী লীগ সরকার জনগণের সরকার নয়। তাই এই সরকার আমরা মানি না। আমাদের অনেক লড়াই। বাঁচার লড়াই, ভোটের লড়াই। তার সঙ্গে রয়েছে সংবিধান ও সার্বভৌমত্বের লড়াই। রাজপথে যখন নেমেছি, রাজপথে থেকেই আমাদের অধিকার আদায় করতে হবে।’
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
নয়াপল্টনে বিএনপির কালো পতাকা মিছিল শুরুর আগে বক্তব্য দেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়
আজ দুপুর ২টায় কালো পতাকা মিছিল শুরু কথা থাকলেও বিকেল সাড়ে ৩টার দিকে আনুষ্ঠানিকভাবে তা উদ্বোধন করেন গয়েশ্বর। নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল শুরু হয়ে নাইটেঙ্গেল রেস্টুরেন্ট মোড় হয়ে ফকিরাপুল, আরামবাগ মোড় হয়ে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এসে শেষ হয়।
বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ ও সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, ডা. এ জেডে এম জাহিদ হোসেন, নিতাই রায় চৌধুরী, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।