জাপা নেতাকর্মীদের সঙ্গে কাল মতবিনিময় করবেন রওশন এরশাদ
রওশন এরশাদ। ফাইল ছবি
জাতীয় পার্টির (জাপা) নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন দলটির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ। আগামীকাল রবিবার রাজধানীর গুলশানে তার নিজ বাসভবনে এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
আজ শনিবার রওশন এরশাদের মুখপাত্রের বিশেষ সহকারী কাজী লুৎফুল কবীরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দ্বাদশ সংসদ নির্বাচনে অযোগ্য নেতৃত্ব ও ভুল সিদ্ধান্তের কারণে অভিভাবকহীন হয়ে পরা জাতীয় পার্টির তৃণমূল নেতাকর্মীদের আহ্বানে সাঁড়া দিয়েছেন রওশন এরশাদ। দলীয় প্রার্থী ও তৃণমূল নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। এতে দলের শীর্ষনেতারাও অংশ নেবেন।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার