ব্যাংকের সিন্দুক ভেঙে ৯ লক্ষাধিক টাকা চুরি
বগুড়ায় একটি বেসরকারি ব্যাংকের উপশাখায় চুরির ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাতে সদর উপজেলার পল্লী মঙ্গলহাট এলাকার এনআরবিসি ব্যাংকে এ ঘটনা ঘটে। এ সময় চোরেরা ব্যাংকের সিন্দুক ভেঙে ৯ লক্ষাধিক টাকা নিয়ে গেছে।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাইহান ওয়ালীউল্লাহ জানান, শুক্রবার রাতে চোরেরা ব্যাংকের ছাদ দিয়ে ব্যাংকে ঢোকে। পরে সিন্দুক কেটে টাকাগুলো নিয়ে যায়।
পুলিশের ওই কর্মকর্তা আরও জানান, দুই তলা বিশিষ্ট একটি বাড়ির নিচ তলায় বাম পাশে এনআরবিসি ব্যাংকের উপশাখার কার্যক্রম চলে। ডান পাশে এসকেএস এনজিও এবং বাড়িওয়ালা থাকেন। ব্যাংকের নিজস্ব কোনো নিরাপত্তারক্ষী ও পর্যাপ্ত সিসিটিভি ছিল না। বাইরের ক্যামেরার ফুটেজ দেখে চোরদের শনাক্ত করার চেষ্টা চলছে।
ব্যাংকের উপশাখার ব্যবস্থাপক রাশেদুল ইসলাম আমাদের সময়কে জানান, সিন্দুকে ৯ লক্ষাধিক টাকা রাখা ছিল। সকালে এসে দেখি সিন্দুক কেটে চোরেরা টাকাগুলো নিয়ে গেছে।