নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদক
২৭ জানুয়ারী ২০২৪, ১৩:৫০
শেয়ার :
নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, কারবন্দি নেতাকর্মীদের মুক্তি, দ্বাদশ সংসদকে ‘অবৈধ’ দাবি করে তা বাতিল ও সরকারের পদত্যাগের দাবিতে ঘোষিত কালো পতাকা মিছিলে অংশ নিতে নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা।

আজ শনিবার দুপুর ২টায় কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও তার আগে থেকেই কালো পতাকা, ব্যানার, ফেস্টুন হাতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসছেন দলটির নেতাকর্মীরা।

জড়ো হওয়া নেতাকর্মীদের খালেদা জিয়ার মুক্তির দাবিসহ সরকারবিরোধী নানা স্লোগান দিতে দেখা গেছে।

দুপুর ১২টার পর থেকে নয়াপল্টন ও আশপাশের এলাকায় বিএনপি নেতাকর্মীদের উপস্থিতি বাড়ছে। রাজধানীর বিভিন্ন ইউনিট থেকে খণ্ড খণ্ড মিছিলে আসছেন তারা। স্লোগানে স্লোগানে মুখর হয়ে উঠছে নয়াপল্টন।

দুপুর ২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে কালো পতাকা মিছিল শুরু হবে। মিছিলটি ফকিরাপুল হয়ে আরামবাগ মোড় ঘুরে আবার নয়াপল্টনে গিয়ে শেষ হবে।

এদিকে বিএনপির কর্মসূচি ঘিরে নয়াপল্টন ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সাদা পোশাকেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দেখা গেছে।

এদিকে আড়াই মাস পর একইদিনে রাজপথে মুখোমুখি হতে যাচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপি। পূর্ব ঘোষণা অনুযায়ী, আজ কর্মসূচি পালন করবে দল দুটি। এর মধ্য দিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এই প্রথম রাজপথের কর্মসূচিতে নামছে দুই দল। 

দুপুর ২টায় রাজধানীসহ সব মহানগরে কালো পতাকা মিছিল করবে বিএনপি। গত ২৮ অক্টোবরের পর এটাই হতে যাচ্ছে বিএনপির বড় কোনো কর্মসূচি। আর বিকেল ৩টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউতে শান্তি সমাবেশ করবে আওয়ামী লীগ।