ঢাকার বাতাসে স্বস্তির খবর নেই, দূষণের শীর্ষে কোন দেশ?

অনলাইন ডেস্ক
২৭ জানুয়ারী ২০২৪, ০৯:১২
শেয়ার :
ঢাকার বাতাসে স্বস্তির খবর নেই, দূষণের শীর্ষে কোন দেশ?

বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের তালিকায় এখনো শীর্ষ ১০ এর মধ্যেই ঘুরছে বাংলাদেশের রাজধানী ঢাকা। এ শহরটিকে নিয়ে কোনো স্বস্তির খবর নেই। আজ শনিবার সকাল ৯টায় আবহাওয়ার মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্স (আইকিউ এয়ার) সূচকে ১১০টি শহরের মধ্যে ঢাকার অবস্থান শীর্ষ ৬ নম্বরে। তালিকায় আজ সবার শীর্ষে অবস্থান করছে দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশ বসনিয়া ও হার্জেগোভিনার সারায়েভো। শহরটির বাতাসের মানের স্কোর ৩২৩, অর্থাৎ সেখানকার বাতাস নগরবাসীর জন্য দুর্যোগপূর্ণ বা বিপজ্জনক।

এদিকে দুই নম্বরে থাকা প্রতিবেশী দেশ ভারতের দিল্লির বাতাসের মানের স্কোর ২৪১। বাতাসের এই মান নাগরিকদের জন্য খুবই অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়। এছাড়া ২২৭ স্কোর নিয়ে সবচেয়ে দূষিত শহরের তালিকার শীর্ষ তিনে আছে ঘানার আক্রা। দেশটির এই শহরটির বাতাসও আজ নাগরিকদের জন্য খুবই অস্বাস্থ্যকর।

এরপর যথাক্রমে ২০০ স্কোর নিয়ে চার নম্বরে ভারতের কলকাতা ও ১৯৩ স্কোর নিয়ে শীর্ষ পাঁচে আছে পাকিস্তানের করাচি শহর। আর ছয় নম্বরে অবস্থান করা রাজধানী ঢাকার বাতাসের মানের স্কোর ১৯১।

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

সাধারণত একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি ধরনকে ভিত্তি করে; যেমন: বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)।

বায়ুদূষণ গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে থাকে। এটা সব বয়সি মানুষের জন্য ক্ষতিকর। তবে শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য বায়ুদূষণ খুবই ক্ষতিকর।

ক্রমবর্ধমান বায়ুদূষণের কারণে বিশ্বের অন্যতম দূষিত অঞ্চলে পরিণত হয়েছে দক্ষিণ এশিয়া। ফলে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে জনপ্রতি পাঁচ বছরেরও বেশি আয়ু কমতে পারে বলে আশঙ্কার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা।