আজ কোথায় কী আয়োজন
প্রতিদিন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে আয়োজন করা হয় নানান ধরনের কর্মসূচি। এর মধ্যে শিল্প-সংস্কৃতি, রাজনীতি অথবা রাষ্ট্রীয় অনুষ্ঠান অন্যতম। প্রতিদিন সকালে জেনে নিন কোথায় কী আয়োজন।
আজ শনিবার কোথায় কী আয়োজন রয়েছে, চলুন দেখে নেয়া যাক;
পররাষ্ট্রমন্ত্রীর কর্মসূচি:
দুপুর ১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে ব্রিটিশ পার্লামেন্টের চার সদস্যের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করবে। সাক্ষাৎ শেষে দুপুর পৌনে ২টায় গণমাধ্যমে ব্রিফ করবেন মন্ত্রী।
শিক্ষামন্ত্রীর কর্মসূচি:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএপ্রাপ্ত শিক্ষার্থীদের সৌজন্যে বিকেল ৩টায় উপাচার্য ভবন লনে এক চা-চক্রের আয়োজন করা হয়েছে। উপাচার্য অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।
রেলমন্ত্রীর কর্মসূচি:
‘ইনডেনটিং সার্ভিস এক্সপোর্ট অ্যাওয়ার্ড ২০২২’ ও ‘মেম্বার্স নাইট’ বিষয়ক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম। সন্ধ্যা সাড়ে ৬টায় প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড বলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
ওবায়দুল কাদেরের কর্মসূচি:
বিকেল ৩টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে শান্তি ও গণতন্ত্র সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বিএনপির কর্মসূচি:
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সব রাজবন্দির মুক্তির দাবি ও সংসদ বাতিলের দাবিতে কালো পতাকা মিছিল করবে দলটি। দুপুর ২টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে হবে মিছিল, শেষ হবে কাকারাইল ও মালিবাগ মোড় হয়ে মগবাজার মোড়ে গিয়ে। এতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সিনিয়র নেতাসহ কেন্দ্রীয় এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের সব স্তরের নেতাকর্মীরা অংশ নেবেন।
জাতীয়তাবাদী সমমনা জোটের কর্মসূচি:
বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে জাতীয়তাবাদী সমমনা জোটের কর্মসূচি শুরু হবে।
এলডিপির কর্মসূচি:
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
বেলা ১১টা বিজয় নগর পানির ট্যাংকের সামনে থেকে কর্মসূচি শুরু করবে এলডিপি।
১২ দলীয় জোটের কর্মসূচি:
দুপুর সাড়ে ১২টায় বিজয় নগর পানির ট্যাংকের সামনে থেকে কর্মসূচি শুরু করবে ১২ দলীয় জোট।
এবি পার্টির কর্মসূচি:
বিজয় নগরে দলীয় অফিসে বিকেল সাড়ে ৩টায় সংবাদ সম্মেলন করবে এবি পার্টি।
বিএসএমএমইউতে কর্মসূচি:
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) শিশুদের লিভার ট্রান্সপ্ল্যান্টেশন ও নতুন জীবনের প্রত্যাশা নিয়ে সেমিনার অনুষ্ঠিত হবে। বেলা ১১টায় শহীদ ডা. মিলন হলে আয়োজিত এ সেমিনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
রোড সেফটি ফাউন্ডেশনের কর্মসূচি:
‘সড়ক দুর্ঘটনার বার্ষিক প্রতিবেদন প্রকাশ ও পর্যালোচনা’ বিষয়ে সংবাদ সম্মেলন করবে রোড সেফটি ফাউন্ডেশন। বেলা ১১টায় ধানমন্ডিতে সংগঠনটির কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
ঢাবির অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কর্মসূচি:
ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্লাটিনাম জুবিলি (৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী) উপলক্ষে বছরব্যাপী কর্মসূচির উদ্বোধন ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্রের মিলনায়তনে এ অনুষ্ঠান শুরু হবে বিকেল ৩টায়।