রাজধানীতে ট্রেনের ধাক্কায় মাথা বিচ্ছিন্ন হয়ে বৃদ্ধ নিহত

ঢামেক প্রতিবেদক
২৬ জানুয়ারী ২০২৪, ২০:৫২
শেয়ার :
রাজধানীতে ট্রেনের ধাক্কায় মাথা বিচ্ছিন্ন হয়ে বৃদ্ধ নিহত

রাজধানীর মহাখালীর আমতলীতে ট্রেনের ধাক্কায় মাথা বিচ্ছিন্ন হয়ে গোলাম ফারুক (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। আজ শুক্রবার বেলা আনুমানিক সাড়ে ১১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

গোলাম ফারুক ঢাকার সাভার উপজেলার বনগাঁও ইউনিয়নের চাকুলিয়ার নগরকোন্ডা দস্তগীর বাড়ির গোলাম দস্তগীরের ছেলে। তিনি দীর্ঘদিন প্রবাসে ছিলেন। রাজধানীর নাখালপাড়ায় তার মেয়ের বাড়ি। ধারণা করা হচ্ছে তিনি বাড়ি থেকে তার মেয়ের বাসায় যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয়েছেন।

ঢাকা রেলওয়ে থানার বিমানবন্দর ফাঁড়ির ইনচার্জ, উপপরিদর্শক (এসআই) সুনীল চন্দ্র সুত্রধর বলেন, ‘মহাখালী এলাকায় রেললাইন দিয়ে অসতর্ক ভাবে হেঁটে যাওয়ার সময় কমলাপুর থেকে ছেড়ে যাওয়া অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মাথা বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান গোলাম ফারুক। আমরা সংবাদ শুনে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করি। পরে নিহতের স্বজনদের সংবাদ দেওয়া হয়। সংবাদ শুনে তার মেয়ের জামাই, মেয়ে, ভাইসহ স্বজনরা এসে মরদেহ শনাক্ত করেন।’

সুনীল চন্দ্র সূত্রধর বলেন, নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে আইনি প্রক্রিয়া শেষে বিনা ময়নাতদন্তে মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।