দয়া করে মদ খেয়ে ফোন করবেন না, বললেন নেতা

আন্তর্জাতিক ডেস্ক
২৬ জানুয়ারী ২০২৪, ১৭:৩০
শেয়ার :
দয়া করে মদ খেয়ে ফোন করবেন না, বললেন নেতা

নেতাকর্মীদের ওপর বিরক্ত হয়ে নেতা বললেন, ‘দয়া করে মদ খেয়ে ফোন করবেন না।’ ভারতের মধ্যপ্রদেশের এক বিজেপি নেতার এই মন্তব্য ভাইরাল হয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘ভাই সকল, দয়া করে মদ খেয়ে সন্ধ্যাবেলায় ফোন করবেন না আপনারা। সকালে ফোন করুন। তখন আপনাদের সঙ্গে কথা বলব। আপনাদের কথা শুনব। কিন্তু যদি সন্ধ্যাবেলাতে ফোন করেন, তা হলে আপনাদের ফোন কল রিসিভ করাই বন্ধ করে দেব!

আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, নিজের বিধানসভা ক্ষেত্র আলোটে একটি দলীয় কর্মসূচি ছিল। সেখানে মঞ্চে উঠে দলীয় কর্মীদের উদ্দেশে বেশ কিছু কথা বলেন। তার পর আচমকাই তিনি বলতে শুরু করেন, মদ খেয়ে তাঁকে যেন কেউ ফোন না করেন। যদি এ কাজ করেন, তা হলে তিনি আর ফোন ধরবেন না।

বিধায়ক মঞ্চে উঠে এই অনুরোধ করতেই সামনে বসে থাকা দলীয় কর্মীদের মধ্যে হাসির রোল ওঠে। বিধায়কও তখন একটু রসিকতার সুরে সেই আর্জি ছুড়ে দেন। সেই ঘটনারই ভিডিও ভাইরাল হয়েছে। তবে ভিডিওটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার।