পদ্মভূষণ পেয়ে ভক্তদের উদ্দেশে যা বললেন মিঠুন চক্রবর্তী
ভারতের তৃতীয় সর্বোচ্চ নাগরিক সম্মাননা পদ্মভূষণে ভূষিত হয়েছেন কিংবদন্তি অভিনেতা মিঠুন চক্রবর্তী। ‘মহাগুরু’, ‘ডিস্কা কিং’ খ্যাত অভিনেতা পদ্মভূষণ পেয়ে তা তার ভক্তদের উৎসর্গ করেছেন।
আজ শুক্রবার এক ভিডিও বার্তায় মিঠুন চক্রবর্তী বলেন, ‘এই সম্মান পেয়ে আমি গর্বিত, আনন্দিত। সবাইকে ধন্যবাদ। আমি কখনো নিজের জন্য কারও কাছ থেকে কিছু চাইনি। কিছু না চেয়ে পাওয়ার যে আনন্দ, তা আজকে উপলদ্ধি করছি। এই সম্মান আমার সব ভক্তদের উৎসর্গ করছি। যারা এতদিন ধরে নিঃস্বার্থভাবে আমাকে ভালোবেসেছেন তাদেরকে উৎসর্গ করছি।’
গতকাল বৃহস্পতিবার ভারতের প্রজাতন্ত্র দিবসে পদ্মবিভূষণ, পদ্মভূষণ ও পদ্মশ্রীপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়। এ বছর পাঁচজনকে পদ্মবিভূষণে ভূষিত করা হয়েছে। যারা পদ্মবিভূষণ পেয়েছেন তারা হলেন ভারতের দক্ষিণী ছবির সুপারস্টার, কিংবদন্তি অভিনেতা চিরঞ্জীবী, সাবেক উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু, তামিলনাড়ুর বৈজয়ন্তীমালা বালি, বিহারের সমাজকর্মী বিন্দেশ্বর পাঠক (মরণোত্তর) এবং তামিলনাড়ুর পদ্ম সুব্রহ্মনিয়ম।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
মিঠুন চক্রবর্তীসহ ১৬ জনকে দেওয়া হয়েছে পদ্মভূষণ। এ সম্মাননাপ্রাপ্তদের মধ্যে অন্যতম হলেন উষা উত্থুপ, এম ফতিমা বিভী (মরণোত্তর), শিল্পপতি সীতারাম জিন্দাল, সাহিত্যিক ও সাংবাদিক হরমুসজি এন কামা, চিকিৎসক অশ্বিনী বালচাঁদ মেহতা।
রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যাসহ ৩৪ জনকে দেওয়া হচ্ছে পদ্মশ্রী। ভারতের পশ্চিমবঙ্গের প্রখ্যাত ভাস্কর সনাতন রুদ্র পাল ও মুখোশশিল্পী নেপালচন্দ্র সূত্রধর মরণোত্তর এ পদক পাচ্ছেন। পুরুলিয়ার আদিবাসী পরিবেশকর্মী দুখু মাজি ও ‘বড়লোকের বেটি লো’খ্যাত বীরভূমের রতন কাহারও পদ্মশ্রী পাচ্ছেন।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট