ভারতে প্রজাতন্ত্র দিবসে ম্যাক্রোঁর বড় ঘোষণা
ভারতের প্রজাতন্ত্র দিবসে অতিথি হিসেবে যোগ দিয়ে বড় ঘোষণা দিলেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। ভারত থেকে ৩০ হাজার শিক্ষার্থীকে ফ্রান্সে পড়াশোনার সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। আজ শুক্রবার সকালে ভারতের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে যোগ দেওয়ার পর নিজের টুইটার হ্যান্ডেলে নিজেই এই তথ্য প্রকাশ করেন ফরাসি প্রেসিডেন্ট।
২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবস। ১৯৫০ সালে এই দিনেই ভারতের সংবিধান গৃহীত হয়েছিল। প্রতি বছরই এই দিনে রাজধানী দিল্লির রাজপথে কুচকাওয়াজ হয়। সেখানে আমন্ত্রণ জানানো হয় পৃথিবীর কোনো দেশের রাষ্ট্রপ্রধানকে। এবার আমন্ত্রণ জানানো হয়েছিল এমানুয়েল ম্যাক্রোঁকে। প্রজাতন্ত্র দিবসের আগেই ভারতে চলে আসেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন ম্যাঁক্রো। সেখানে একাধিক বিষয় নিয়ে সেখানে আলোচনা হয়েছে। এরপরেই শুক্রবার সকালে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের অনুষ্ঠানে অংশ নেন তিনি।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
ম্যাক্রোঁ জানিয়েছেন, আগে ফ্রান্সে উচ্চশিক্ষার জন্য গেলে ফরাসি ভাষা শিখতে হতো। কিন্তু এখন আর তা বাধ্যতামূলক নয়। ফরাসি না জেনেও ফ্রান্সে পড়তে যাওয়া যাবে। ২০৩০ সালের মধ্যে ৩০ হাজার ভারতীয় ছাত্র ফ্রান্সে পড়াশোনার সুযোগ পাবেন বলে ঘোষণা দেন তিনি।
এদিন প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে যোগ দেওয়ার পর ভারতীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে ঘোড়ার গাড়িতে চড়ে রাষ্ট্রপতি ভবনে যান ম্যাক্রোঁ। এর আগে গত জুলাই মাসে বাস্তিল ডে-র প্যারেডে ফ্রান্স নিমন্ত্রণ জানিয়েছিল নরেন্দ্র মোদিকে। সেখানে গিয়েই প্রজাতন্ত্র দিবসে ম্যাক্রোঁকে আমন্ত্রণ জানিয়ে এসেছিলেন মোদি।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস