মেঘনা নদীতে ১৬ হাজার ৮oo কেজি জাটকাসহ আটক ১৬
নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে ১৬ হাজার ৮oo কেজি জাটকাসহ ১৬ জনকে আটক করেছে কোস্ট গার্ড। আজ শুক্রবার দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত ৩টায় মেঘনা নদীর ঢালচর এলাকায় অভিযান চালায় বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি স্টেশন। এ সময় ভোলার মনপুরা থেকে নোয়াখালীর চেয়ারম্যান ঘাটগামী একটি বাল্কহেড তল্লাশি চালিয়ে আনুমানিক ১৬ হাজার ৮০০ কেজি (৪২০ মন) জাটকাসহ ১৬ জনকে আটক করা হয়। অভিযানের নেতৃত্ব দেন হাতিয়া সেকশন কমান্ডার এম রফিকুল ইসলাম।
তিনি আরও বলেন, পরবর্তীতে জব্দ করা জাটকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম সারোয়ার এবং উপজেলা মৎস্য কর্মকর্তা সাজু চৌধুরীর উপস্থিতিতে স্থানীয় এতিমখানা, গরিব , অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে বিতরণ করা হয়। এ ছাড়া আটকদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।