হুথি নেতাদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক
২৬ জানুয়ারী ২০২৪, ১২:০৩
শেয়ার :
হুথি নেতাদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

ইয়েমেনভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হুথির শীর্ষ নেতাদের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলায় জড়িত থাকার অভিযোগে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয় বলে জানিয়েছে মার্কিন কর্মকর্তারা।  

গতকাল বৃহস্পতিবার ট্রেজারি ফর টেররিজম অ্যান্ড ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্সের আন্ডার সেক্রেটারি ব্রায়ান ই নেলসন বলেন, লোহিত সাগর ও এডেন উপসাগরে বৈধভাবে চলাচলকারী বাণিজ্যিক জাহাজ এবং তাদের বেসামরিক ক্রুদের ওপর হুতিদের অব্যাহত সন্ত্রাসী হামলা আন্তর্জাতিক সরবরাহ চেইন ও নৌ চলাচলের স্বাধীনতা ব্যাহত করার হুমকি সৃষ্টি করেছে। বৈশ্বিক নিরাপত্তা, স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য স্বাভাবিক এবং স্বাধীন চলাচল গুরুত্বপূর্ণ।

নিষেধাজ্ঞা আরোপকারীদের মধ্যে গোষ্ঠীটির প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ আল-আতিফি এবং হুথি নৌবাহিনীর নেতারাও রয়েছেন।

গত নভেম্বর থেকে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা বাণিজ্যিক জাহাজে হামলা শুরু করেছে। গাজায় ইসরায়েলের অব্যাহত হামলা চালানো বন্ধ এবং হামাসকে সহযোগিতার অংশ হিসেবে তারা এ হামলা শুরু করে। ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত বাণিজ্যিক জাহাজগুলোতে হামলা চালিয়ে যাচ্ছে হুথিরা। ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে তারা এ হামলা চালিয়ে যাচ্ছে। কারণ, গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় ক্রমাগত হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল।