ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত
রাজধানীর খিলক্ষেতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় দীন মোহাম্মদ (৩৫) নামে আরও একজন আহত হয়েছেন।
আজ শুক্রবার ভোরে খিলক্ষেত থানার তিনশ ফিট সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তিনি হলেন পুরান ঢাকার বংশাল থানার ২৩/১ নবাব কাটরা এলাকার নবাব মিয়ার ছেলে মো. সজীব হোসেন (৩৫)। আহত দ্বীন মোহাম্মদ ফরিদপুর সদর উপজেলার বয়দানগর গ্রামের মোতাহারের ছেলে। তিনি কেরানীগঞ্জের জিনজিরায় থাকেন।
খিলক্ষেত থানার উপপরিদর্শক (এসআই) হাফিজুর রহমান বলেন, ভোরে মোটরসাইকেলে তিনজন পূর্বাচল থেকে ঢাকায় আসছিলেন। পথে খিলক্ষেত থানার তিনশ ফিট সড়কে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে থাকা একজন ঘটনাস্থলে নিহত হন। গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সজিব মারা যান।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?