ঢাকা-মাওয়া মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

ঢামেক প্রতিবেদক
২৬ জানুয়ারী ২০২৪, ০৯:৫৭
শেয়ার :
ঢাকা-মাওয়া মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

ঢাকা থেকে তিন বন্ধু মিলে মাওয়া ফেরি ঘাটে ঘুরতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় তন্ময় (২২) নামে একজন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে এ দুর্ঘটনা ঘটে। আর গুরুতর আহত হয়েছেন তার সঙ্গে থাকা দুই বন্ধু হৃদয় (২০) ও শাহিন (১৮)। 

এক মোটরসাইকেলে তিন জন ছিলেন। নিহত তন্ময় কামরাঙ্গীচর খলিফাঘাট মাসুদ খানের ছেলে ছিল। তন্ময় একজন শিক্ষার্থী এবং কামরাঙ্গীরচর থানার ৫৫ নম্বর ওয়ার্ড এর ছাত্রলীগের কর্মী ছিল। আর আহতরা হল কামরাঙ্গীচর এলাকার সোলাইমানের ছেলে হৃদয় ও টিটু মিয়ার ছেলে শাহিন।

তন্ময়ের ভগ্নিপতি মো. সোহাগ জানিয়েছেন, আনুমানিক রাত আড়াইটার দিকে তিন বন্ধু মিলে রাজধানীর শ্রীনগর এলাকা থেকে মোটরসাইকেলে করে মাওয়া ফেরি ঘাটে ঘুরতে যান। ফেরার পথে মাওয়া হাইওয়েতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তিনজনই ছিটকে পড়েন। পরে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে আসলে আজ শুক্রবার ভোর ৪ টার দিকে কর্তব্যরত চিকিৎসক তন্ময় কে মৃত ঘোষণা করেন। আহত দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া সত্যতা নিশ্চিত করে বলেন, মৃত তন্ময়ের মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে। আহত দুজনকে পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।