আজ কোথায় কী আয়োজন

অনলাইন ডেস্ক
২৬ জানুয়ারী ২০২৪, ০৯:০৩
শেয়ার :
আজ কোথায় কী আয়োজন

প্রতিদিন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে আয়োজন করা হয় নানান ধরনের কর্মসূচি। এর মধ্যে শিল্প-সংস্কৃতি, রাজনীতি অথবা রাষ্ট্রীয় অনুষ্ঠান অন্যতম। প্রতিদিন সকালে জেনে নিন কোথায় কী আয়োজন।

আজ শুক্রবার কোথায় কী আয়োজন রয়েছে, চলুন দেখে নেয়া যাক;

অর্থমন্ত্রীর কর্মসূচি:

আন্তর্জাতিক কাস্টমস দিবস এবং ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশনের (ডব্লিউসিও) ‘সার্টিফিকেট অব মেরিট’ বিষয়ে আগারগাঁয়ে এনআরবি ভবনে এক সেমিনারের আয়োজন করা হয়েছে। সকাল ১০টায় আয়োজিত এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

ওবায়দুল কাদেরের কর্মসূচি:

বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ-কমিটির উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকাল সাড়ে ১০টায় ধানমন্ডির ৩২ নম্বরে ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গনে এ কর্মসূচি শুরু হবে।

পরিবেশমন্ত্রীর কর্মসূচি:

মুগদার মান্ডা এলাকায় শীতার্তদের কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী। বেলা পৌনে ৩টায় মান্ডা হায়দার আলী স্কুল এন্ড কলেজে এ কর্মসূচি শুরু হবে।

ডিএনসিসির কর্মসূচি:

ডিএনসিসির আয়োজনে পাড়া উৎসব অনুষ্ঠিত হবে। বেলা পৌনে ১১টায় বারিধারা ডিপলোম্যাটিক জোনের ৩ নম্বর রোডে আয়োজিত এ উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডিএনসিসির মেয়র মো. আতিকুল ইসলাম। এতে আরও উপস্থিত থাকবেন ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ।

বাংলাদেশ যুব অধিকার পরিষদের কর্মসূচি:

দ্রবমূল্যের ঊর্ধ্বগতি, সরকারের পররাষ্ট্রনীতি ও সীমান্তে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য নিহতের প্রতিবাদে বিক্ষোভ করবে বাংলাদেশ যুব অধিকার পরিষদ। বিকেল সাড়ে ৩টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এ বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত থাকবেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক ও সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খানসহ দলের নেতারা।

মঈন খানের কর্মসূচি:

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে দুস্থ- অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করেছে জাতীয়তাবাদী টেক্সটাইল ইন্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। শীতবস্ত্র বিতরণ করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

র‌্যাবের ব্রিফিং:

ট্রেনের টিকিট কালোবাজারি চক্র উত্তম ও সেলিম সিন্ডিকেটের মূলহোতাসহ ১৪ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব। এ বিষয়ে বেলা পৌনে ১১টায় কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে ব্রিফ করবেন সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।