জাতীয় জাদুঘরে আজ সন্ধ্যায় ‘নোনা পানি’র প্রিমিয়ার

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

বিনোদন সময় প্রতিবেদক
২৬ জানুয়ারী ২০২৪, ০০:০০
শেয়ার :
জাতীয় জাদুঘরে আজ সন্ধ্যায় ‘নোনা পানি’র প্রিমিয়ার

‘খুলনার সুন্দরবনের কাছে ভদ্রা নদীর পাড়ে বটখালী গ্রামের প্রতিনিধিত্ব করছে রোম্বা, দশপাই ও কৃষ্ণার মতো তিনটি চরিত্র। প্রতিটি চরিত্র খুবই সাধারণ, এতটাই সাধারণ যে, বলার মতো কোনো গল্পও নেই তাদের। তিনটি চরিত্রের সঙ্গে যুক্ত হয় আরও অনেক চরিত্র, গোটা গ্রামই উঠে এসেছে চলচ্চিত্রের পর্দায়।’ নিজের সিনেমা ‘নোনা পানি’ নিয়ে কথাগুলো বলছিলেন পরিচালক নিগার বানু। ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সপ্তম দিনে আজ সন্ধ্যা ৭টায় জাতীয় জাদুঘরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব মিলনায়তনে বাংলাদেশ প্যানেরোমা : ফুল লেনথ সেকশনে ছবিটি প্রদর্শিত হবে। এটি প্রযোজনা করেছে বেঙ্গল চলচ্চিত্র উন্নয়ন ফোরাম। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বিলকিস বানু, রাকিবুল হক রিপন, জয়িতা মহলনাবিশ, রুবল লোদী, জয়ন্ত চট্টোপাধ্যায়, বীণা মজুমদার, সুকান্ত সরকার প্রমুখ। ‘নোনা পানি’ এর আগে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসা কুড়িয়েছে এবং শ্রীলংকার জাফনা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কার পেয়েছে। একই স্থানে বিকাল ৫টায় এশিয়ান ফিল্ম কম্পিটিশন বিভাগে রয়েছে অঞ্জন দত্তের সিনেমা ‘চালচিত্র এখন’। চলচ্চিত্রকার মৃণাল সেনকে নিয়ে নির্মিত এ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন অঞ্জন দত্ত। আরও আছেন শাওন চক্রবর্তী, সুপ্রভাত দাস, বিদীপ্তা চক্রবর্তী। ইরানের সিনেমা ‘গ্রিন প্লাম সিজন’ দেখানো হবে বিকাল ৩টায়।

জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে বাংলাদেশ প্যানারোমা : ট্যালেন্ট সেকশনে বিকাল ৫টায় রয়েছে বাংলাদেশের ‘সিটি ডাইরিস’, ‘মধুর মাধবী’, ‘পেপার’, ‘টিপস’, ‘গল্প কথন’, ‘বিয়ে বাড়ির মিষ্টি’, ‘লায়লা’, ‘অবশেষে’ ও ‘ধূসর পাণ্ডুলিপি’। সিনেমা অব দ্য ওয়ার্ল্ড বিভাগে বিকাল ৩টায় প্রদর্শিত হবে ভুটানের ‘সাগাই : হোয়ার অ্যাকশন স্পিকস লাউডার দ্যান ওয়ার্ডস’। ভারতের সিনেমা ‘শেষ পাতা’ দেখানো হবে এশিয়ান ফিল্ম কম্পিটিশন বিভাগে সন্ধ্যা ৭টায়। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে বাংলাদেশ প্যানেরোমা : ফুল লেনথ সেকশনে বিকাল ৫টায় প্রদর্শিত হবে হৃদি হকের সিনেমা ‘১৯৭১ সেই সব দিন’। পরিচালনার পাশাপাশি সিনেমায় অভিনয়ও করেছেন হৃদি। আরও আছেন সজল, সানজিদা প্রীতি, মামুনুর রশীদ, জয়ন্ত চট্টোপাধ্যায়, মুনমুন আহমেদ, শিল্পী সরকার অপু, ফেরদৌস, তারিন, লিটু আনাম, সাজু খাদেম প্রমুখ।

ওমেন ফিল্মমেকারস সেকশনে দুপুর ১টায় রয়েছে বাংলাদেশের ‘একদিন ভাইরাল নমিতা পাল’, ‘মুক্তি’ ও ‘কালারস অব দ্য সৌল’, নেপালের ‘হোয়ার হেভ অল দ্য স্মাইলস গন’ এবং যুক্তরাষ্ট্রের ‘সুপারমার্কেট অ্যাফেয়ার্স’। ওয়াইড অ্যাঙ্গেল বিভাগে সকাল ১০টা ৩০ মিনিটে দেখানো হবে চীনের ‘দ্য ওন্ডারিং আর্থ : বিয়ন্ড ২০২০ স্পেশাল এডিশন’। সিনেমা অব দ্য ওয়ার্ল্ড বিভাগে বিকাল ৩টায় থাকছে ভারতের ‘অন আইদার সাইডস অব দ্য পন্ড’।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে বাংলাদেশ প্যানেরোমা : ফুল লেনথ সেকশনে বিকাল ৩টায় রয়েছে হাবিবুর রহমানের সিনেমা ‘ইছামতি’। চিলড্রেন ফিল্মস সেকশনে সকাল ১০টা ৩০ মিনিটে রয়েছে ভারতের ‘প্রভাস’। ওয়াইড অ্যাঙ্গেল বিভাগে দুপুর ১টায় থাকছে চীনের ‘দ্য উইংস অব সংস’। শর্ট অ্যান্ড ইনডিপেনডেন্ট ফিল্ম সেকশনে বিকাল ৫টায় প্রদর্শিত হবে বাংলাদেশের ‘জয় বাংলা’, ‘সূর্য মুক্তি’, ‘ছাতা’, ‘পালকি ফ্লাইং এন ইমোশন’ এবং ‘অন্তরায়’। আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকায় এশিয়ান ফিল্ম কম্পিটিশন বিভাগে সকাল ১০টায় প্রদর্শিত হবে বাংলাদেশের ‘ফেরেশতে’। এটি নির্মাণ করেছেন ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজম। অভিনয় করেছেন জয়া আহসান, রিকিতা নন্দিনী শিমু, সুমন ফারুকসহ আরও অনেকে। বাংলাদেশ-ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত ‘ফেরেশতে’ সিনেমার সহপ্রযোজক হিসেবে আছে ম্যাক্সিমাম এন্টারপ্রাইজ বাংলাদেশ। রেট্রোস্পেকটিভ বিভাগে দুপুর ২টা ৩০ মিনিটে রয়েছে জর্জিয়ার ‘বিউটিফুল হেলেন’ এবং বিকাল ৪টা ৩০ মিনিটে জর্জিয়া-কাজাখাস্তানের ‘দ্য আদার ব্যাংক’।

‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’ স্লোগানে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র শুরু হয় গত ২০ জানুয়ারি। চলবে ২৮ জানুয়ারি পর্যন্ত। উৎসবের আয়োজন করেছে রেইনবো চলচ্চিত্র সংসদ। ৯ দিনব্যাপী উৎসবে এবার বাংলাদেশসহ ৭৪ দেশের ২৫০টি চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে। এর মধ্যে বাইরের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ১২৯টি, স্বল্পদৈর্ঘ্য ও স্বাধীন চলচ্চিত্র ১২৩টি; বাংলাদেশের চলচ্চিত্র রয়েছে ৭১টি। রাজধানীর জাতীয় জাদুঘর, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকা ও ফরেন সার্ভিস একাডেমিতে বিনামূল্যে দেশি ও বিদেশি সিনেমা উপভোগ করতে পারছেন দর্শকরা।