ফেরারি নেতাকর্মীদের রাত কাটানো খুব কষ্টের: গয়েশ্বর

নিজস্ব প্রতিবেদক
২৫ জানুয়ারী ২০২৪, ২১:৩৪
শেয়ার :
ফেরারি নেতাকর্মীদের রাত কাটানো খুব কষ্টের: গয়েশ্বর

বিএনপির অনেক নেতাকর্মীরা বিভিন্ন রাজনৈতিক মামলায় দণ্ডিত হয়ে ফেরারি জীবনযাপন করছেন। এই নেতারা দিনের বেলায় এদিক-ওদিক কাটালেও, রাত কাটাতে তাদের খুব কষ্ট হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। 

আজ বৃহস্পতিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে তিনি এ কথা বলেন।  

বিএনপি নেতা বলেন, ‘আমাদের মহাসচিব, স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, যুগ্ম মহাসচিবসহ ২৫ হাজারের বেশি নেতাকর্মী কারাগারে। এর মধ্যে কেউ কেউ জামিনে মুক্তি পাচ্ছেন। তবে ফেরারি নেতাকর্মীর সংখ্যা অসংখ্য। যারা কারাগারে আছেন তাদের একটা ঠিকানা আছে। আর যারা ফেরারি জীবনযাপন করছেন তাদের কোনো ঠিকানা নেই। দিনের বেলা এদিক ওদিক কাটানো গেলেও, রাতে কোথায় থাকবে, তা খুঁজে বের করা খুব কষ্টের। এদের জামিন নিতে গেলে বহু টাকার প্রয়োজন হয়।’ 

আক্ষেপ করে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘করোনায় আক্রান্ত হয়ে আমাদের নেতা অ্যাডভোকেট সানাউল্লাহ সানা মারা গেছেন। কিন্তু কিছুদিন আগে আদালত তার সাড়ে তিন বছরের জেল দিল। মৃত্যু ব্যক্তিরও জেল হয়। এই যে সরকারের নির্দেশে যারা মামলা দেন, তারাও জেনে শুনে দেয়না। আদালতও কোনটা সঠিক মামলা, কোনটা রাজনৈতিক হয়রানীমূলক মামলা তা বুঝেও বুঝতে চায় না। পুলিশ যদি একজন ভালো মানুষকেও বলে খারাপ, আদালত তার রায় দিয়ে দেয়।’ 

প্রচণ্ড শীতে মানুষ কষ্টে থাকলেও তাদের জন্য সরকার কোনো ব্যবস্থা করছে না বলে মন্তব্য করে তিনি বলেন, ‘দেশে গরীবের সংখ্যা দিনে দিনে বাড়ছে। আবার ধনীর সংখ্যাও বাড়ছে, কিন্তু তাদের ধনী বলা যায় না। তারা অসৎ লুটেরা, দুর্নীতিবাজ রক্তচোষা কিছু লোক। সেই টাকা তারা বিদেশে পাচার করছে।’

গত ৭ জানুয়ারির নির্বাচন প্রসঙ্গে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, গণতন্ত্র ও স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার চলমান আন্দোলনে দেশের দেশের ৯৫ ভাগ মানুষ আমাদের নেতা তারেক রহমানের ডাকে ঐক্যবদ্ধ।

জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে অনুষ্ঠিত এ কর্মসূচিতে আরও অংশ নেন বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ।