‘ফাইটার’-এর অপেক্ষায় থাকাদের জন্য ‘দুঃসংবাদ’

বিনোদন প্রতিবেদক
২৫ জানুয়ারী ২০২৪, ১৯:২৩
শেয়ার :
‘ফাইটার’-এর অপেক্ষায় থাকাদের জন্য ‘দুঃসংবাদ’

অনুমতি পেলেও বাংলাদেশের পর্দায় দেখা যাবে না হৃতিক রোশন ও দীপিকা পাডুকোন অভিনীতি সিনেমা ‘ফাইটার’। আজ বৃহস্পতিবার ভারতে মুক্তি পেয়েছে ছবিটি। তবে শেষ মুহূর্তে বাংলাদেশে আটকে গেল ছটিটির মুক্তি। তবে শুধু আজ নয়, আগামী এক মাসের মধ্যেও দেশে মুক্তি পাচ্ছে না ‘ফাইটার’।

জানা গেছে, ভাষার মাস ফেব্রুয়ারিতে কোনো বিদেশি ভাষার ছবি দেশের প্রেক্ষাগৃহে না চালানোর অনুরোধ জানিয়েছে সম্মিলিত চলচ্চিত্র পরিষদ।

বাংলাদেশে ফাইটার আমদানিকারক প্রতিষ্ঠান ‘অ্যাকশন কাট’। প্রতিষ্ঠানটির কর্ণধার অনন্য মামুন বরাবর একটি চিঠি পাঠিয়েছে সম্মিলিত চলচ্চিত্র পরিষদ। পরিষদের সদস্যসচিব শাহ আলম কিরণ স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, ‘আপনার আবেদনের প্রেক্ষিতে ভারতীয় হিন্দি ছবি ‘‘ফাইটার’’ আমদানি করে আগামী ১ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত (ভাষার মাসে) প্রদর্শন না করে তার পূর্বে কিংবা পরে মুক্তিদানের অঙ্গীকার করে একটি অঙ্গীকারনামা আমাদের সম্মিলিত চলচ্চিত্র পরিষদ অনুকূলে জমা দেওয়ার বিশেষ অনুরোধ করছি।’

তবে সম্মিলিত চলচ্চিত্র পরিষদের এমন সিদ্ধান্তে ‘ফাইটার’ বাংলাদেশ মুক্তি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অ্যাকশন কাট। প্রতিষ্ঠানের কর্ণধার অনন্য মামুন বলেন, ‘বাংলাদেশে ‘‘ফাইটার’’ আমরা রিলিজ করব না। কারণ ইন্ডিয়ান প্রযোজক ৬ দিনের জন্য সিনেমা রিলিজ করবেন না।’

উল্লেখ্য, জম্মু-কাশ্মীরের পুলওয়ামা হামলার পর ভারতের পক্ষ থেকে পাকিস্তানে ‘এয়ারস্ট্রাইক’ অভিযানকে ফুটিয়ে তোলা হয়েছে ‘ফাইটার’ সিনেমায়। এ সিনেমার শুটিংয়ে ভারতের যুদ্ধবিমান ‘সুখোই’কে দেখা যাবে। ভারতীয় বিমান ঘাঁটির বাস্তব ফুটেজও রয়েছে সিনেমাটিতে।  

 ‘ফাইটার’-এ স্কোয়াড্রন লিডার শমসের পাঠানিয়ার ভূমিকায় অভিনয় করেছেন হৃতিক রোশন, স্কোয়াড্রন লিডার মিনাল রাঠোরের চরিত্রে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন ও গ্রুপ ক্যাপ্টেন রাকেশ জয় সিং চরিত্রে অভিনয় করেছেন অনিল কাপুর। ছবিটি পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ।