ট্রাক্টরচাপায় প্রাণ গেল শ্রমিক লীগ নেতার
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় হ্যান্ড ট্রাক্টর (ট্রলি) চাপায় আহত শ্রমিক লীগ নেতা আবু সায়েম মো. শাহাদাত ওরফে টিটু সুলতানের (৪২) মৃত্যু হয়েছে।
গতকাল বুধবার দিবাগত রাত ১টায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। এর আগে গত মঙ্গলবার দুপুরে উপজেলার মুছাপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।
টিটু সুলতান উপজেলার মুছাপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি ওই ইউনিয়নের শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
নিহতের বড় ভাই টিপু সুলতান বলেন, ‘আমাদের নিজস্ব হ্যান্ড ট্রাক্টর (ট্রলি) রয়েছে। গত মঙ্গলবার দুপুরে সে ওই ট্রাক্টর চালাতে গেলে উল্টে গিয়ে ট্রাক্টরের নিচে চাপা পড়ে আহত হয়। এতে সে পেটে গুরুত্বর আঘাত পায়। পরে তাকে উদ্ধার করে প্রথমে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।’
মুছাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আইয়ুব আলী এবং সাধারণ সম্পাদক ও সাবেক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. মোজাফর আলী বলেন, ‘নিহতের পরিবার বিষয়টি পুলিশকে অবহিত করেননি। তবে এ বিষয়ে খোঁজ নিয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’