অবৈধ চাল মজুতদারদের জেলে দিতে হবে: খাদ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক
২৫ জানুয়ারী ২০২৪, ১৪:২০
শেয়ার :
অবৈধ চাল মজুতদারদের জেলে দিতে হবে: খাদ্যমন্ত্রী

মতবিনিময় সভায় কথা বললেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, অবৈধভাবে চাল মজুত করলে নামমাত্র জরিমানা করে ছেড়ে দেওয়া যাবে না। মজুতের সমপরিমাণ জরিমানা করতে হবে অথবা মামলা করে জেলে দিতে হবে। মজুতদাররা যে দলেরই হোক না কেন, কোনো ছাড় দেওয়া হবে না।

আজ বৃহস্পতিবার সকালে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ‘চালের বাজার নিয়ন্ত্রণে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভা শেষে তিনি এ কথা বলেন।

সাধন চন্দ্র মজুমদার বলেন, চালের দাম নিয়ে কোনো প্রকার বেইমানি হলে মেনে নেওয়া হবে না। এ বিষয়ে সরকার খুব কঠোর। তবে সাধারণ ব্যবসায়ীদের এতে চিন্তার কিছু নেই।

খাদ্যমন্ত্রী বলেন, নির্বাচনের সুযোগ নিয়ে চালের দাম বাড়িয়েছিল কিছু অসাধু ব্যবসায়ী। এরপর থেকে সারাদেশে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রশাসন মাঠে নেমে কাজ করছে। এখনো অভিযান অব্যাহত আছে। কেউ চালের দাম বাড়ালে সেটা বরদাশত করা হবে না।