রাজউক কর্তাদের তেলবাজিতে মন্ত্রী-সচিবের ভর্ৎসনা, দিলেন হুঁশিয়ারি
মন্ত্রী ও সচিব সম্পর্কে অতিরিক্ত তেলবাজি ও প্রশংসায় বিরক্ত হয়ে রাজউক কর্মকর্তাদের ভৎসনা করলেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এবং সচিব কাজী ওয়াছি উদ্দিন। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থেকে কাজে মনোনিবেশ করার পরামর্শ দেন তারা।
আজ বৃহস্পতিবার দুপুরে রাজউক অডিটোরিয়ামে এক মতবিনিময় সভায় এমন হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা। এ সময় জনভোগান্তি এড়াতে আইন অনুযায়ী রাজউক কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশনা দেন মন্ত্রী। কারো টেবিলে অহেতুক যেন কোনো ফাইল পড়ে না থাকে, সে বিষয়েও সতর্ক করেন তিনি।
রাজউকের পরিচালক (জনসংযোগ) শামিমা মোমেন তার বক্তব্য দিতে গিয়ে বলেন, মন্ত্রীসহ মঞ্চে তিন সচিবকে দেখে খুবই ভালো লাগছে। অপর দুই সচিব হিসেবে তিনি পূর্ত সচিব ও রাজউক চেয়ারম্যানের কথা উল্লেখ করেন। জবাবে মন্ত্রী বলেন, ‘আমি সচিব ছিলাম না।’
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
এরপর বক্তব্য দিতে গিয়ে রাজউক সদস্য (পরিকল্পনা) মোহাম্মদ নাসির উদ্দিন মন্ত্রীকে সম্বোধন করতে গিয়ে তার ছাত্র রাজনীতি, পিএস হিসেবে প্রধানমন্ত্রীর সঙ্গে দায়িত্ব পালন, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও রাজনৈতিক বৃত্তান্ত বর্ণনা করেন।
পরে মন্ত্রী তার বক্তব্যের শুরুতেই এসব প্রশংসা করায় বিরক্তি প্রকাশ করে ভৎসনা করেন। তিনি বলেন, ‘আমার সম্পর্কে কর্মকর্তারা এত এত প্রশংসা করলেন, তাতে তাদের আসল কথাই আমি পেলাম না কারো বক্তব্যে। রাজউক সম্পর্কে আমি কিছুই জানলাম না। আমি বিব্রতবোধ করছি। রাজউক সম্পর্কে অনেক নেতিবাচক কথা শোনা যায়। সেবা পেতে মানুষের ভোগান্তি হয়। এসব বিষয়ে মনোযোগী হতে রাজউক কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশনা দেন।’
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
এর আগে পূর্ত সচিব কাজী ওয়াছি উদ্দিনের প্রশংসা করায় অনুষ্ঠানের উপস্থাপক ও কর্মকর্তাদের প্রতি ভৎসনা করেন।