৮ দিন পর ডুবে যাওয়া ফেরি রজনীগন্ধা উদ্ধার

মানিকগঞ্জ ও শিবালয় প্রতিনিধি
২৫ জানুয়ারী ২০২৪, ০৯:০৮
শেয়ার :
৮ দিন পর ডুবে যাওয়া ফেরি রজনীগন্ধা উদ্ধার

মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে ডুবে যাওয়া ফেরি রজনীগন্ধা উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে ফেরিটি উদ্ধার করে পাটুরিয়া ঘাটে নিয়ে আসা হয়। 

বিআইডব্লিউটিসির আরিচা অঞ্চলের উপমহাব্যবস্থাপক শাহ খালেদ নেওয়াজ জানান, উদ্ধারকারী জাহাজ ‘প্রত্যয়’ পানির নিচ থেকে ফেরিটি তুলে আনতে সক্ষম হয়। পরে এটিকে সোজা করে রাতে ঘাটে নিয়ে আসা হয়। ডুবন্ত ফেরিতে থাকা সবগুলো যানবাহন উদ্ধার করা হয়েছে। 

নৌবাহিনীর ডুবুরি দলের প্রধান লেফটেন্যান্ট শাহ পরান ইমন বলেন, নৌবাহিনী, ফায়ার সার্ভিস এবং বিআইডব্লিউটিএর ডুবুরি দলের সদস্যরা আটদিন যৌথভাবে কাজ করেছেন। ডুবে যাওয়ার ৮ দিন পর গতকাল রাত সাড়ে ১১টায় ফেরিটি সোজা করে প্রত্যয়ের মাধ্যমে টেনে পাটুরিয়া ঘাটে ভেড়ানো হয়। আপাতত সেখানেই ফেরিটি নোঙর করে রাখা হয়েছে।

গত ১৭ জানুয়ারি সকাল ৮টায় পাটুরিয়া ৫ নম্বর ফেরিঘাটের কাছে ৯টি যানবাহন নিয়ে ডুবে যায় ফেরি রজনীগন্ধা। এ সময় নিখোঁজ হন ফেরির সহকারী ইঞ্জিন মাস্টার হুমায়ূন কবির। পরে ঘটনার পাঁচ দিন পর হরিরামপুর উপজেলার বাহাদুরপুর এলাকায় পদ্মা নদী থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।