মাঠ সংকট নিরসন চান পাপন

ক্রীড়া প্রতিবেদক
২৫ জানুয়ারী ২০২৪, ০০:০০
শেয়ার :
মাঠ সংকট নিরসন চান পাপন

যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপনের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ও বাংলাদেশ হকি ফেডারেশনের কর্মকর্তারা। এই দুটি গুরুত্বপূর্ণ ফেডারেশনই তাদের চাহিদা, প্রত্যাশা ও লক্ষ্যের কথা বলেছেন। বাফুফেকে সরকারের দেওয়া সিড মানি নিয়েও আলোচনা করা হয়। নতুন করে বাফুফে ১০০ কোটি টাকা সিড মানি চায়। তবে সিড মানি নয়, ফুটবলের জন্য যে মাঠ সংকট রয়েছে, সেটির সমাধানের দিকেই গুরুত্ব দিচ্ছেন পাপন। অন্যদিকে হকি ফেডারেশনের চাহিদার প্রতি ইতিবাচক সাড়া দিয়েছেন নতুন ক্রীড়ামন্ত্রী।

ফুটবলে আর্থিক সাহায্যের ব্যাপারটি স্বাভাবিকই দেখছেন নাজমুল হাসান পাপন। নতুন ক্রীড়ামন্ত্রীর সঙ্গে সাক্ষাতে স্টেডিয়াম সংকটের পাশাপাশি সিড মানির (স্থায়ী আমানত) বিষয়টিও উত্থাপন করেন। স্থায়ী আমানতের সুদ দিয়ে ফুটবল ফেডারেশন বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করবে। তবে বাফুফের সিড মানি নিয়ে এখনই ভাবছেন না পাপন। তিনি বলেন, ‘এখনই ১০০ কোটি টাকার সিড মানি নিয়ে ভাবছি না। এটা নিয়ে মন্ত্রণালয় ও সরকারের সঙ্গে বসতে হবে। তাদের রাজি করানো যাবে কিনা জানি না।’ ক্রীড়ামন্ত্রী সিড মানির চেয়ে ফুটবলের বর্তমান সংকট নিরসনকে বেশি প্রাধান্য দিয়ে বলেছেন, ‘আপাতত সামনে যে খেলাগুলো রয়েছে, সেগুলো স্পন্সর করতে হবে। অবকাঠামো সমস্যা যা রয়েছে, সেগুলো সমাধান করার দিকেই নজর বেশি দিতে হবে।’

জাহিদ আহসান রাসেল যুব ও ক্রীড়ামন্ত্রী থাকাবস্থায় ফুটবল ফেডারেশনকে ২০ কোটি টাকা সিড মানি দিয়েছিল। শর্ত ছিল- স্থায়ী আমানতের সুদ দিয়ে বাফুফে চলবে। সেই টাকা বাফুফে রাখতে পারেনি বলে অভিযোগ ছিল। এ প্রসঙ্গে পাপন বলেন, ‘সিড মানির ব্যাপারটি আমি যতটুকু জানি, পুরোপুরি সঠিক কিনা জানি না। কোভিডের সময় নানা সমস্যায় তারা সেই টাকা খরচ করে ফেলেছে হয়তো। সিড মানি নেই।’ কমলাপুর স্টেডিয়ামের বিষয়ে ক্রীড়ামন্ত্রী বলেন, ‘কমলাপুর স্টেডিয়াম উন্নয়নের বিষয়টিও আমরা ভাবছি। যদি আরও উন্নত করা যায়, তা হলে সেখানেও তারা অনেক টুর্নামেন্ট বা নানাভাবে ব্যবহার করতে পারে।’ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম নিয়ে পাপন বলেন, ‘বাফুফের মাঠ সংকট প্রকট। বঙ্গবন্ধু স্টেডিয়াম তাদের দরকার। ৩১ ডিসেম্বর একটা ডেডলাইন রয়েছে। এটি যেন আর বিলম্ব না হয়, সেদিকে আমাদের সচেষ্ট থাকতে হবে। বঙ্গবন্ধু স্টেডিয়ামের প্রকৃৃত চিত্র সশরীরে দেখতে চাই। দেখে এসে পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ নিতে পারব।’

নানা সীমাবদ্ধতার মধ্যেও ফুটবল ফেডারেশন নতুন ক্রীড়ামন্ত্রীকে এশিয়া কাপের স্বপ্ন দেখিয়েছে। সেই স্বপ্ন বাস্তবায়নে কি কি প্রয়োজন সেটি চেয়েছেন নতুন ক্রীড়ামন্ত্রী। তিনি বলেন, ‘তারা (বাফুফে) বলেছে- কয়েক বছরের (৩) মধ্যে এশিয়া কাপ খেলা সম্ভব। এ জন্য কি প্রয়োজন সেটার বিস্তারিত চাওয়া হয়েছে। তাদের যা চাহিদা, আমরা কতটুকু পূরণ করতে পারি দেখব।’

অন্যদিকে হকি ফেডারেশনের পক্ষ থেকে মন্ত্রীকে জানানো হয়েছে আউটডোর হকিতে না হলেও খুব দ্রুত ফাইভ এ সাইড ইনডোর হকিতে তাদের বিশ্বকাপ খেলা সম্ভব। নাজমুল হাসান সেটিকে স্বাগত জানিয়েছেন। এ জন্য একটি ইনডোর স্টেডিয়ামের দাাব হকি ফেডারেশনের। মন্ত্রী জানিয়েছেন তিনি এ ব্যাপারেও ইতিবাচক। তা ছাড়া হকি ঢাকার বাইরে থেকে খেলোয়াড় তুলে আনতে ফরিদপুর, রাজশাহী ও চট্টগ্রামে হকি টার্ফ চেয়েছেন, পাপনও মনে করেছেন- এটি প্রয়োজন।