আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে দোকানপাট ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ সময় পুলিশ ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষে লিপ্ত ৬ জনকে আটক করে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বসুরহাট পৌরসভার কলেজ গেইট এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আটকরা হলেন, বসুরহাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের আব্দুর রহিম (২৪), একই এলাকার সাঈদ আনোয়ার শান্ত (২৫), জাহিদ হাসান হৃদয় (২৪), ৮ নম্বর ওয়ার্ডের আকবর হোসেন (২৬), রংমালা এলাকার সৈকত মজুমদার (২৩) ও আবু সাঈদ তারেক (২২)।
স্থানীয় সূত্রে জানা যায়, অনেকদিন ধরে বসুরহাট পৌরসভায় কিশোর গ্যাং মোহন ও আবদুর রহিমের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একাধিক সময়ে সংঘর্ষে লিপ্ত হয়। গতকাল রাতে দুগ্রুপের মধ্যে সংঘর্ষে বাধলে দোকানপাটে হামলা ও ভাঙচুর চালায় তারা। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সংঘর্ষে লিপ্ত ৬ জনকে আটক করে থানায় নিয়ে আসে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী জানান, মোহন ও রহিমের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জেরে ওইদিন উভয় গ্রুপের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। এ ঘটনায় জড়িত ৬ জনকে মাতাল অবস্থায় আটক করা হয়। বুধবার তাদেরকে নোয়াখালীর বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।