দুই নায়িকাকে নিয়ে ফিরছেন কায়েস আরজু

বিনোদন প্রতিবেদক
২৪ জানুয়ারী ২০২৪, ১৭:৩৫
শেয়ার :
দুই নায়িকাকে নিয়ে ফিরছেন কায়েস আরজু

ঢাকাই সিনেমার তরুণ নায়ক কায়েস আরজু। অভিনয় করেছেন বেশ ক’টি সিনেমায়, হয়েছে প্রশংসিতও। সবশেষ বড় পর্দায় তাকে দেখা গেছে ২০১৯ সালের ফেব্রুয়ারিতে। সেসময় মুক্তি পায় তার অভিনীত সিনেমা ‘আমার প্রেম আমার প্রিয়া’। যেখানে আরজুর নায়িকা পরীমণি।

এরপর করোনা মহামারিসহ বিভিন্ন জটিলতায় গেল পাঁচ বছর আরজুকে পাওয়া যায়নি কোনো নতুন সিনেমায়। অবশেষে সেই বিরতি ভাঙছে আগামী শুক্রবার। এদিন মুক্তি পাচ্ছে তার অভিনীত সিনেমা ‘রুখে দাঁড়াও’। যেখানে একসঙ্গে দুই নায়িকাকে পর্দায় নিয়ে হাজির হচ্ছেন তিনি।

কায়েস আরজু বলেন, ‘এটা আমাদের মাটির গল্প, কৃষ্টি কালচারের গল্প ও আমাদের প্রাত্যহিক জীবনে, পরিবারে ও সমাজে ঘটে যাওয়া গল্প। তাই সিনেমাটি সব শ্রেণির দর্শকের ভালো লাগবে বলে আমার বিশ্বাস।’

‘রুখে দাঁড়াও’ সিনেমায় কায়েস আরজুর সঙ্গে আছেন তানহা তাসনিয়া ও আঁখি চৌধুরী। এছাড়াও অভিনয় করেছেন কাজী হায়াৎ, আশিক, নাদের চৌধুরী, সুব্রত, গাংগুয়াসহ অনেকে। সিনেমাটি নির্মাণ করেছেন সুকুমার চন্দ্র দাশ। এর কাহিনি, চিত্রনাট্য ও গান রচনা করেছেন দেবাশীষ সরকার। প্রযোজনায় মোহনা মুভিজ।

এদিকে, কায়েস আরজুর ঝুলিতে রয়েছে একগুচ্ছ সিনেমা। মুক্তির অপেক্ষায় আছে ইফতেখার চৌধুরীর ‘মুক্তি’, মেহেদী হাসানের ‘আগুনে পোড়া কান্না’, মির্জা সাখাওয়াত হোসেনের ‘অপুর বসন্ত’সহ প্রায় আটটি সিনেমা। আর আগামী মাসে নতুন দুটি সিনেমার শুটিং শুরু করবেন বলেও জানালেন তিনি।