ইরাকে সশস্ত্র গোষ্ঠীর ওপর যুক্তরাষ্ট্রের হামলা
ইরাকে অবস্থানরকত ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর ওপর হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল মঙ্গলবার গোষ্ঠীর তিনটি স্থাপনা লক্ষ্য করে হামালা চালানো হয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেন, ইরাক ও সিরিয়ায় মার্কিন বাহিনী ও মিত্রদের ওপর হামলার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়। তিনি বলেন, ‘কাতাইব হিজবুল্লাহ’ মিলিশিয়া গোষ্ঠী এবং ইরান-সংশ্লিষ্ট অন্যান্য গোষ্ঠীকে লক্ষ্য করে’ এই হামলা চালানো হয়েছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নিয়ার ইস্ট পলিসি অনুসারে, এই গোষ্ঠীটি ২০২৩ সালের শেষের দিকে আবির্ভূত হয় এবং ইরাকে পরিচালিত বেশ কয়েকটি ইরান-সংশ্লিষ্ট সশস্ত্র গোষ্ঠীর সমন্বয়ে গঠিত। এছাড়া সাম্প্রতিক সপ্তাহগুলোতে মার্কিন বাহিনীর বিরুদ্ধে অন্যান্য হামলার দাবিও করেছে এই গোষ্ঠীটি।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
গত নভেম্বর থেকে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা বাণিজ্যিক জাহাজে হামলা শুরু করেছে। গাজায় ইসরায়েলের অব্যাহত হামলা চালানো বন্ধ এবং হামাসকে সহযোগিতার অংশ হিসেবে তারা এ হামলা শুরু করে। ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত বাণিজ্যিক জাহাজগুলোতে হামলা চালিয়ে যাচ্ছে হুথিরা। ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে তারা এ হামলা চালিয়ে যাচ্ছে। কারণ, গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় ক্রমাগত হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল।
গত সপ্তাহে মার্কিন ও যুক্তরাজ্যের বাহিনী জাহাজ চলাচলে হামলার প্রতিশোধ হিসেবে ইয়েমেনে হুথিদের লক্ষ্যবস্তুতে হামলা চালায়। যৌথ বাহিনী, মিত্রদের সঙ্গে সমন্বয় করে, ইয়েমেনের অভ্যন্তরে হুথি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ সাইট এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় কয়েক ডজন বিমান ও সমুদ্র হামলা চালিয়েছে।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস