একসঙ্গে মুন্নী-ইমরান
সংগীতের জনপ্রিয় দুই তারকা দিনাত জাহান মুন্নী ও ইমরান মাহমুদুল। নিজস্ব গায়কি দিয়ে দু’জনেই শ্রোতাদের মাতিয়ে রেখেছেন বহুদিন ধরে। এবার তারা কাজ করলেন একসঙ্গে। ইমরানের সুর-সংগীতে প্রথমবারের মতো গাইলেন মুন্নী।
গতকাল মঙ্গলবার ধানমণ্ডির একটি স্টুডিওতে গানটি রেকর্ডিং করা হয়েছে। গানের কথাগুলো এমন- ‘জন্ম আমার ছিল বুঝি ভুল/ আমি বুঝি দমকা হাওয়ায় ঝরে পড়া ফুল।’
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
গানটি প্রসঙ্গে মুন্নী বলেন, ‘গানটি কোনো একটি সিনেমায় থাকছে, সেটা আপাতত গোপন থাক। দারুণ একটা সুর করেছে ইমরান। গানের কথাগুলোও অসাধারণ। এতদিন অপেক্ষায় ছিলাম ইমরানের সঙ্গে গান করার। অবশেষে ডাক পেলাম। ইমরানের সঙ্গে কাজ করতে পেরে ভালো লাগছে।’
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
তিনি আরও বলেন, ‘এই সময়ের মেধাবী সুরকার ও শিল্পী ইমরান। পাশাপাশি ভাগ্যবানও বটে। তার গানের একটা নিশ্চিত শ্রোতাগোষ্ঠী আছেন। এই গানটিও সবার ভালো লাগবে।’
আরও পড়ুন:
‘এভাবে বিয়ে করা নাকি অর্থহীন’