নারী সদস্যকে ধর্ষণের হুমকি, ইউপি চেয়ারম্যান বরখাস্ত
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আজগানা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কাদের শিকদারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত সোমবার স্থানীয় সরকার পল্লীউন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
গতকাল মঙ্গলবার মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাকিলা বিনতে মতিন বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রজ্ঞাপনে বলা হয়, ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের শিকদারের বিরুদ্ধে প্যানেল চেয়ারম্যান গঠন না করা, গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ টিআর, কাবিখা, এডিপি ১ শতাংশ এলজিএসপি এবং উন্নয়ন সহায়তা তহবিলের অর্থ ভুয়া প্রকল্প দেখিয়ে আত্মসাতের অভিযোগ আনা হয়।
এ ছাড়া মাসিক সভাসহ অন্যান্য সভা আহ্বান না করা, হোল্ডিং ট্যাক্স মওকুফকরণ, ফেসবুকে চেয়ারম্যানের ভাতিজা খায়রুল ইসলামকে দিয়ে সংরক্ষিত নারী সদস্যকে ধর্ষণের হুমকি দেওয়া সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। অভিযোগের বিষয়ে কারণ দর্শানোর জবাব সন্তোষজনক না হওয়ায় স্থানীয় সরকার পরিষদ ওই নেতাকে স্বীয় পদ হতে সাময়িক বরখাস্ত করে।
ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের শিকদার জানান, সাময়িক বরখাস্তের চিঠির কথা জানতে পারলেও হাতে পাননি। পত্র পাওয়ার পর এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
এর আগে ২০২২ সালের ১৫ জুন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে আব্দুল কাদের শিকদার ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন।