নতুন পরিচয়ে নিঝুম রুবিনা
চিত্রনায়িকা নিঝুম রুবিনা সর্বশেষ অভিনয় করেছেন ‘মেঘকন্যা’ সিনেমায় ফেরদৌসের বিপরীতে। এ ছাড়া তিনি নিয়মিত বিজ্ঞাপন, নাটক ও বিভিন্ন ব্র্যান্ডের ফটোশুটে অংশ নিচ্ছেন। এবার নতুন পরিচয়ে হাজির হলেন এই নায়িকা। ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফোরামের শুভেচ্ছাদূত হয়েছেন। ফ্রান্সে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে এক বছরের জন্য ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফোরামের শুভেচ্ছাদূত করা হয় তাকে। এ সময় তার হাতে ক্রেস্ট তুলে দেন ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফোরামের প্রেসিডেন্ট সাত্তার আলী সুমন।
ফ্রান্সে অবস্থিত বাংলাদেশি ব্যবসায়ীসহ আরও উপস্থিত ছিলেন ইউরো বাংলা বিজনেস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মঞ্জুরুল হাসান চৌধুরী সেলিম, ফ্রান্স বাংলাদেশের দূতাবাসের হেড অব চ্যান্সারি ওয়ালিদ বিন কাশেম, আমাদের কথা পত্রিকার সম্পাদক লুৎফর রহমান বাবুসহ অনেকে।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
ফ্রান্স থেকে নিঝুম রুবিনা বলেন, ‘বাংলাদেশ থেকে এই প্রথম কাউকে শুভেচ্ছাদূত বানানো হলো। এটা আমার জন্য ক্যারিয়ারের ১৫ বছরের এচিভমেন্ট। ধন্যবাদ জানাই ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফোরামের নেতাদের।’
আরও পড়ুন:
ফের জুটি হলেন মম-শ্যামল
এর মধ্যে আজিম খান পরিচালিত ‘দুই মা’ সিনেমায় নিঝুম অভিনয় করছেন সাইফ খানের বিপরীতে। অন্যদিকে আনোয়ার শিকদার টিটোন পরিচালিত ‘বন্ধু তুই আমার’ সিনেমায় তার বিপরীতে রয়েছেন তানভির তনু। এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে নিঝুম রুবিনার ‘সংসার’। অপূর্ব রানা পরিচালিত এ সিনেমায় সাইমন সাদিকের বিপরীতে দেখা যাবে তাকে। এ ছাড়া রাহুল রওশন পরিচালিত ‘জানরে’ সিনেমায় শিপন মিত্রের সঙ্গে দেখা যাবে তাকে। একই নির্মাতার ‘বেসামাল’ সিনেমাটিও মুক্তির তালিকায় রয়েছে।
আরও পড়ুন:
মারা গেলেন পরীমনির নানা