নওয়াজ শরীফের নির্বাচনী প্রচারে আনা হলো বাঘ-সিংহ, এরপর…

আন্তর্জাতিক ডেস্ক
২৩ জানুয়ারী ২০২৪, ১৯:২৩
শেয়ার :
নওয়াজ শরীফের নির্বাচনী প্রচারে আনা হলো বাঘ-সিংহ, এরপর…

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের নির্বাচনী প্রচারে আনা হয়েছিল বাঘ ও সিংহ। মিছিলে জীবন্ত প্রাণী দেখার সঙ্গে সঙ্গে তা সরিয়ে নেওয়ার নির্দেশ দেন তিনি। পরে প্রচারণা থেকে খাঁচায় বন্দী প্রাণী দুটি সরিয়ে নেওয়া হয়।

পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, আসন্ন জাতীয় নির্বাচন উপলক্ষে প্রচার শুরু করেছেন নওয়াজ। তারই অংশ হিসেবে আজ মঙ্গলবার এক মিছিলের আয়োজন করা হয়। পাকিস্তান মুসলিম লিগ নওয়াজ (পিএমএল-এন)-এর প্রধান নেতাকে স্বাগত জানাতে সমাবেশস্থলে আনা হয় বাঘ ও সিংহ।

মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা খাচায় বন্দী বাঘ ও সিংহের সঙ্গে সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়েন। তবে নওয়াজ শরীফের বিষয়টি পছন্দ হয়নি। বন্যপ্রাণী খাঁচায় এভাবে বন্দী রেখে সমাবেশে আনার পক্ষে নন তিনি। পরবর্তীতে তার নির্দেশে প্রাণী দুটোকে ফেরত পাঠানো হয়।

এক্স (সাবেক টুইটার) বার্তায় এ তথ্য জানান নওয়াজ শরীফের মেয়ে মরিয়ম নওয়াজ। তিনি বলেন, ‘পাকিস্তানে কোনো মিছিলে জীবন্ত সিংহ কিংবা অন্য কোনো প্রাণী আনা উচিত নয়।’

এর আগে গতকাল সোমবার এক জনসভায় নওয়াজ শরীফ বলেন, পাকিস্তানকে উন্নয়নের পথে নিয়ে যেতে গেলে অর্থনীতিকে ঢেলে সাজাতে হবে। তিনিই এই কাজ করতে পারেন।

নওয়াজের দাবি, ‘যদি পাকিস্তান সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির বেঞ্চ তার বিরুদ্ধে রায় না দিত, তাহলে দেশের এই অবস্থা হত না। আমি এই পরিস্থিতি থেকে দেশকে ঘুরে দাঁড় করাতে পারব। আমি ক্ষমতা ছাড়ার পর থেকে দেশের অর্থনীতি নিয়ন্ত্রণহীন জায়গায় পৌঁছে গেছে।’

নওয়াজ বলেন, ‘আমি এখানে নির্বাচনে লড়তে এসেছি। আপনাদের ভোট ভিক্ষা করতে এসেছি। দেশের সমৃদ্ধি চাইলে আমাকে ভোট দিন।’