ওয়ারীতে সড়ক দুর্ঘটনায় পরিচ্ছন্নতাকর্মী নিহত

ঢামেক প্রতিবেদক
২৩ জানুয়ারী ২০২৪, ১৪:৫৭
শেয়ার :
ওয়ারীতে সড়ক দুর্ঘটনায় পরিচ্ছন্নতাকর্মী নিহত

রাজধানীর ওয়ারীতে সড়ক দুর্ঘটনায় মো. জামাল (৪৫) নামের এক পরিচ্ছন্নতাকর্মী নিহত হয়েছেন। গতকাল সোমবার রাত ১০টার দিকে রাজধানী সুপার মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাত সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগের নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক জামালকে মৃত ঘোষণা করেন।

ওয়ারী থানার উপ-পরিদর্শক (এসআই) কাওসার আহমেদ ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, জামাল দক্ষিণ সিটি করপোরেশনে অস্থায়ীভাবে পরিচ্ছন্নতার কাজ করতেন। থাকতেন ফুটপাতে। রাতে মার্কেটের সামনের সড়কে কাজ শেষে হেঁটে ফিরছিলেন তিনি।  

এ সময় পেছন থেকে আসা দ্রুতগতির ট্রাকের ধাক্কায় রাস্তার ছিটকে পড়ে গুরুতর আহত হন জামাল। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন, বলেন এসআই। 

তাৎক্ষণিক ট্রাকটি শনাক্ত করা যায়নি জানিয়ে কাওসার আহমেদ ভূঁইয়া আরও বলেন, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তার বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে।