‘আমরাও প্রতিবাদ করতে চাই’

বিনোদন প্রতিবেদক
২৩ জানুয়ারী ২০২৪, ১২:১১
শেয়ার :
‘আমরাও প্রতিবাদ করতে চাই’

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সহ-সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি চেয়েছেন জনপ্রিয় চিত্রনায়ক সাইমন সাদিক। গেল শনিবার সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন বরাবর একটি চিঠি দিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেতা।

চিঠিতে সাইমন জানিয়েছেন, সাম্প্রতিক সময়ের কিছু বিষয় নিয়ে সমিতির সঙ্গে তার মত পার্থক্য তৈরি হয়েছে। এ ছাড়া নিয়মনীতি না মেনে বিদেশি ভাষার সিনেমা আমদানি করে দেশীয় চলচ্চিত্র শিল্পকে হুমকিতে ফেলে উদ্ভূত বিতর্কিত পরিস্থিতিতে সমিতির কার্যকরী পরিষদের নিষ্ক্রিয়তা তার কাছে সমর্থনযোগ্য নয়।

সাইমন সাদিকের এসব কথার সঙ্গে একমত পোষণ করেছেন সমিতির সাধারণ সম্পাদক চিত্রনায়িকা নিপুণ। তার কথায়, ‘সাইমন খুব অভিমানী ছেলে। ওর পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা জানিয়ে আমাকে একটি ভয়েস মেসেজ পাঠিয়েছে। সরে দাঁড়ানোর কারণগুলোও জানিয়েছে। সাইমনের সরে দাঁড়ানোর সিদ্ধান্তের মূলে আছে অনিয়ম! আমিও ওকে সমর্থন করি। আমিও চাই এসব অনিয়ম বন্ধ হউক।’

নিপুণ আরও বলেন, ‘নিয়ম ভঙ্গ করে বাংলাদেশে “হুব্বা” মুক্তি দিয়েছেন আব্দুল আজিজ। প্রযোজক সমিতির অনুমতি ছাড়াই তিনি জোরপূর্বক সিনেমাটি মুক্তি দিয়েছেন।এই সিনেমা সাফটা চুক্তির আওতায় আমদানি করা হয়েছে। এখানে শিল্পী সমিতি কোনোভাবেই জড়িত নয়। প্রযোজক সমিতির কমিটি এখন নেই, তাই প্রযোজক সমিতির প্রশাসকের দায়িত্বে আছে বাণিজ্য মন্ত্রণালয়। আব্দুল আজিজের এই অনিয়মের জন্য চলচ্চিত্রের ১৯ সংগঠন থেকে প্রযোজক সমিতি অর্থাৎ প্রশাসক বরাবর একটি চিঠিও দেওয়া হয়েছে। আমরা চাই, আমাদের চলচ্চিত্র শিল্পকে রক্ষা করতে। তাই এসব অনিয়ম এখনই বন্ধ করা জরুরি।’

সাইমন সাদিকের প্রসঙ্গ টেনে এই অভিনেত্রী আরও বলেন, ‘সাইমনের কথায় এফডিসিতে সবাই নিজ নিজ ক্ষমতার বলে কাজ চালিয়ে যাচ্ছে। তাহলে এই সমিতিতে আমাদের থেকে লাভ কী? তাই সাইমন এমন সিদ্ধান্ত নিয়েছে। সাইমন যে অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করেছে, আমরাও প্রতিবাদ করতে চাই সেটার বিরুদ্ধে।’