আরিচা-কাজিরহাট রুটে ফেরি চলাচল বন্ধ
তীব্র শীত ও ঘন কুয়াশার কারণে আরিচা-কাজিরহাট নৌ পথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। গতকাল সোমবার রাত সাড়ে ১০টা থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নৌ দুর্ঘটনা এড়াতে সোমবার রাত সাড়ে ১০টা থেকে আরিচা-কাজিরহাট নৌ পথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে।
তিনি আরও বলেন, ফেরি চলাচল বন্ধ হওয়ায় মানিকগঞ্জের আরিচা ঘাটে ফেরি সুফিয়া, বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ও শাহ আলী নোঙর করে আছে। কুয়াশা কমে গেলে ফেরি চলাচল শুরু হবে।